বিড়ালের গায়ে পোকা হলে করণীয় | বিড়ালের গায়ে পোকা দূর করার ঘরোয়া উপায়

বিড়ালের গায়ে পোকা দূর করার উপায় বা কিভাবে বিড়ালকে পোকার আক্রমণ থেকে দূরে রাখা যায় এই বিষয়ে সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। বিড়ালের গায়ে flea নামক এক ধরনের পোকা হয়ে থাকে।বিড়ালের গায়ে পোকা হলে করণীয়এটা হচ্ছে বিড়ালের চামড়ার অসুখ সৃষ্টি হওয়ার জন্য প্রধান একটি কারণ। এটি সাধারণত বিড়ালের গায়ে tapeworm বহন করে যা বিড়ালের অনেক ক্ষেত্রে রক্তশূন্যতার কারণ হয়ে দাঁড়ায়।

এটি বিড়ালের গায়ে খুবই দ্রুত সময়ের মধ্যে বংশবিস্তার করতে পারে। যার ফলে বিড়ালের স্বাস্থ্যঝুঁকি থাকে এবং বিড়াল ধীরে ধীরে খারাপ হয়ে যেতে থাকে।

কিন্তু এই সমস্যাটা থেকে আমরা একটু সচেতন হলে এবং কিছু পদ্ধতি অনুসরণ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব। নিচে বিড়ালের গায়ে পোকা দূর করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

বিড়ালের গায়ে পোকা হলে করণীয়?

বিড়ালের গায়ে পোকা হলে বিড়ালের স্বাস্থ্যের জন্য সেটি ব্যাপক ক্ষতি সাধন করে। তাই অবশ্যই বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য বিড়ালকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বিড়ালকে নিয়মিত গরম পানি দিয়ে গোসল করাতে হবে।

তাছাড়া আরো কিছু উপায় রয়েছে যেগুলো অবলম্বন করার মাধ্যমে বিড়ালের গায়ের পোকা দূর করা যায়। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে।

বিড়ালের গায়ের পোকা দূর করার উপায়?

বাচ্চা বিড়াল ও প্রাপ্তবয়স্ক বিড়ালদের ক্ষেত্রে পোকা দূর করার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে বিড়ালের কোন ধরনের ক্ষতি সাধন হবে না।

বাচ্চা বিড়ালের গায়ের পোকা দূর করার পদ্ধতি?

বাচ্চা বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য অবশ্যই বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। বিড়ালের মায়ের গায়ে যদি পোকা থেকে থাকে তাহলে সেটা বাচ্চার গায়েও হয়ে থাকে।

এটা বাচ্চা বিড়ালের ক্ষেত্রে খুবই ক্ষতির কারণ হতে পারে। বাচ্চা বিড়ালের ক্ষেত্রে তিন মাস বয়সের আগে গায়ে কোন ধরনের কেমিক্যাল পাউডার বা শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়।

এই ক্ষেত্রে বিড়ালের গা থেকে হাত দিয়ে ধরে ধরে পোকা ফেলে দিতে হবে। আপনারা চাইলে হাতে ভ্যাসলিন জেলি অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে খুব সহজেই ছোট বিড়ালের বাচ্চার গা থেকে পোকা ধরে ফেলে দিতে পারেন।

তাছাড়া বিড়ালের ছোট বাচ্চাদের যদি কুসুম গরম পানিতে নিয়মিত গোসল করানো হয় ও চিরুনি দিয়ে শরীর আচড়িয়ে দেওয়া যায় তাহলে পোকা দূর হয়।

বড় বিড়ালের গায়ে থেকে পোকা তাড়ানোর পদ্ধতি?

বড় বিড়ালের গায়ে অনেক ধরনের শ্যাম্পু অথবা পাউডার ব্যবহার করা যাই যার কারণে প্রকার সমস্যা থেকে খুব দ্রুত এই বিড়ালগুলোকে রেহাই দেওয়া যায়। নিচে বড় বিড়ালের গায়ে পোকা দূর করার কয়েকটি উপায় দেওয়া হলোঃ

বিড়ালের গায়ে থেকে পোকা দূর করার জন্য flea স্প্রে কিনতে পাওয়া যায়। পশু ডাক্তারদের কাছ থেকে এই ধরনের স্প্রে পেয়ে যাবেন এই স্প্রে ব্যবহার করে বিড়ালের গায়ে পোকা দূর করা যায়।

বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য এক ধরনের শ্যাম্পু পাওয়া যায় চাইলে শ্যাম্পু ব্যবহার করে পোকা দূর করা যাবে। পশু ডাক্তারের কাছ থেকে এই সকল শ্যাম্পু আপনারা সংগ্রহ করতে পারবেন।

অনেক বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য collar কিনতে পাওয়া যায় তবে এটা ব্যবহার না করাই ভালো কেন না পরে চুলকানি জনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

বিড়ালের গায়ের পোকা দূর করার ঘরোয়া উপায়?

বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এই উপায়গুলো ব্যবহার করে কখনোই চিরস্থায়ীভাবে বিড়ালের গায়ের পোকা দূর করা সম্ভব হয় না। এটা অনেকটা সাময়িকভাবে কাজ করে থাকেঃ

১. এপল সিডার ভিনেগার ব্যবহার করা যেতে পারে

বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। ১মিলি ACV ও ২মিলি কুসুম গরম পানি এবং একচিমটি লবন মিশিয়ে বোতলে ভরে বিড়ালের গায়ে ধীরে ধীরে স্প্রে করতে হবে। তারপরে আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে ফেলতে হবে।

২. Liquid Dish Washer & Lemon

বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। বিড়ালকে গোসলের সময় যদি এটি ব্যবহার করতে পারেন তাহলে বিড়ালের গায়ের পোকার সমস্যাটা অনেকটা কমে যায়।

শেষ কথা, আশা করি আজকের পোস্টটি যারা মনোযোগ সহকারে পড়েছেন তারা বিড়ালের গায়ের পোকা দূর করার উপায় বা কিভাবে খুব দ্রুত বিড়ালের গাছ থেকে পোকা তাড়ানো যায় এই বিষয়ে সঠিক ধারণা পেয়েছেন।

তারপরেও যদি এই নিয়ে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment