গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। আমরা কি ঔষধি গাছের নাম ও উপকারিতা সম্পর্কে জানি? আমাদের এক প্রকৃত বন্ধু হল গাছ।
আমাদের অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে, দৈনন্দিন জীবনে খাদ্যের যোগান, জৈবিক চাহিদা পূরণ, বিরল রোগ থেকে উদ্ধারে পরিপূর্ণরূপে ভূমিকা পালন করে থাকে গাছ।গাছ যে আমাদের এতো উপকারে আসে তা বলে শেষ করা যাবে না। গাছ যে আমাদের নানান ধরণের রোগ মোকাবেলায় ভূমিকা পালন করে থাকে। তা কি আপনারা জানেন? এমন বহু গাছ আছে যারা আমাদের নানান ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে।
কিন্তু আমরা কয়জন সেই সব গাছ গুলোকে চিনি? তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে কিছু ঔষধি গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাকঃ
স্বর্ণলতা কি?
প্রায় নির্দিষ্ট একটি সময় আগাছারূপে বিভিন্ন গাছের সাথে ঝুলে থাকা লতাগুলো কার না ভালো লাগে। ঝুলে থাকা সেই সোনালী লতাগুলোকে স্বর্ণলতা বলে।
স্বর্ণলতা গাছের উপকারিতা কি কি?
জন্ডিস, তলপেটে ব্যাথা এবং ক্ষত উপশমে বেশ কার্যকরী এই স্বর্ণলতা। এছাড়াও কৃমি দমনে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই স্বর্ণলতা।
শতমূলী কি?
এই শতমূলে নানান ধরণের ঔষুধী গুন রয়েছে। যেগুলো আমাদের অনেক উপকারে আসে।
শতমূলীর উপকারিতা কি কি?
বন্ধ্যাত্ব নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী হল এই শতমূলী। এছাড়াও উচ্চ রক্তপাত নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এই শতমূলী।
থানকুনি কি?
থানকুনি একটি জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ঔষুধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। তাহলে চলুন জেনে আসি এর উপকারিতা সম্পর্কে।
থানকুনির উপকারিত কি কি?
পেটের নানান সমস্যা প্রতিরোধ, হজম শক্তি বৃদ্ধি, কর্মক্ষমতা বৃদ্ধি ও চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বেশ কার্যকরি এই থানকুনি।
ধুতরা কি?
ধুতরা গাছটি প্রায় বিলুপ্তির পথে হলেও এর রয়েছে বেশ ঔষুধি গুনাগুন। ধুতরা গাছের প্রায় সকল অংশই বিষাক্ত হলেও এ গাছের বাকল আমাদের জন্য বেশ উপকারি।
ধুতরা গাছের উপকারিতা কি কি?
এজমা, যৌনশক্তি বৃদ্ধি ও শ্বাসকষ্ট প্রতিরোধ করে। এবং বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধ করে।
দূর্বা ঘাস কি?
রাস্তাঘাটে এই ঘাসের অবাধ বিচরণ থাকলেও এর নানান ধরণের ঔষুধি গুণাগুণ রয়েছে। সেই প্রাচীনকাল থেকে কোথাও হাত পা কেটে গেলে মানুষ দূর্বা ঘাস ব্যবহার করে আসছে। চলুন দূর্বা ঘাসের উপকারিতা সম্পর্কে জেনে আসি।
দূর্বা ঘাসের উপকারিতা কি কি?
রক্তক্ষরণ প্রতিরোধ, চর্ম রোগ প্রতিরোধ, এছাড়াও এন্টি অক্সিডেন্ট সম্পন্ন এই ঘাস রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত বেশ কার্যকরি।
লজ্জাবতী কি?
এক ধরনের ছোট পাতার কাঁটাওয়ালা গাছ যার ভিতর সাদা এবং গোপালী ফুল হয়। তাকে আমরা লজ্জাবতী হিসেবে চিনে থাকি।
লজ্জাবতী গাছের উপকারিতা কি কি?
ডায়রিয়া, হাত পায়ে বিভিন্ন ঘা, কিংবা হাত পায়ে ব্যাথা এবং আমাশয় ও হাত পায়ের জ্বলা ভাব ইত্যাদি প্রতিরোধে লজ্জাবতী বেশ কার্যকরি।
জবা কি?
শুধুমাত্র এটা কোন ফুল গাছ হিসেবে বিবেচনা করলে ভুল হবে। বরংচো এই গাছ ঔষুধি গাছ হিসেবে বেশ কার্যকরী।
জবার উপকারিতা কি কি?
পেট খারাপ, জন্ডিস, নারীদের রজঃচক্র এবং স্রাবজনিত সমস্যায় জবা বেশ কার্যকরি।
রিফিউজি লতা কি?
বিভিন্ন বনজঙ্গলে কিংবা গাছগাছালি পূর্ণ অঞ্চলে দেখা যায় মাইল পর মাইল এই গাছ। তবে এটি শুধুমাত্র জঙ্গলি গাছ হিসেবে বিবেচনা করলে ভুল হবে।
রিফিউজি লতা উপকারিতা কি কি?
রক্তপাত বন্ধে এবং নানান ধরনের খোসপাঁচড়া সমস্যা সমাধানে বেশ কার্যকরী এই লতাগাছ।
অর্জুন কি?
অর্জুন গাছটি মূলত বন জঙ্গল ছাড়া আর কোথাও জন্মায় না। আর এজন্য আপনি বন জঙ্গল ছাড়া এ গাছ কোথাও দেখতে পারবেনও না। এই অর্জুন গাছের মূল, কান্ড, লতা, ফুল, ফল সব কিছুই খুবই উপকারী।
অর্জুন গাছের উপকারিতা কি কি?
হৃদরোগের ব্যাথা, যৌন ক্ষমতা বৃদ্ধি, এবং মচকে যাওয়া কিংবা হারের ব্যথা প্রশমনে বেশ কার্যকরী এই অর্জুন গাছ।
বাসক কি?
একটি ঔষুধি গাছ হিসেবে বাসক এর চর্চা রয়েছে প্রায় সর্বস্তরে সমাদৃত।
বাসক এর উপকারীতা কি কি?
ঠান্ডার জন্য বেশ কার্যকরী এই পাতা, এছাড়াও ফুসফুসের নানা ধরণের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে এই বাসক।
বিলম্ব কি?
কামরাঙ্গা গোত্রের একটি ফল হল বিলম্ব অথবা বিলম্বি। বাংলাদেশের দুই জেলা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এর দেখা মিলে প্রচুর।
বিলম্ব ফলের উপকারিতা কি কি?
ডায়বেটির অথবা বহুমূত্র রোগ প্রতিরোধে এই ফল ভূমিকা পালন করে। এর মধ্যে বিদ্যমান রয়েছে এন্টি অক্সিডেন্ট যা চুলকানি নিরাময়, মাম্পস, চামড়া ফাটা প্রতিরোধে কার্যকরী এই বিলম্ব।
নানান ধরণের যৌনরোগ চিকিৎসায় এই গাছের ফল এবং পাতা কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
কালোকেশী কি?
নানান উপকারী গুণসম্পন্ন একটি গুণ্য জাতীয় উদ্ভিদ হল কালোকেশী।
কালোকেশীর উপকারিতা কি কি?
চুল পড়া, মেয়েদের মাসিকের সমস্যা, ছত্রাকনাশক হিসেবে বেশ কার্যকর এই কালোকেশী।
তকমা কি?
Salvia Hispanica (স্যালভিয়া হিসপ্যানিকা) নামক এক প্রজাতির উদ্ভিদ থেকে তোকমা দানা পাওয়া যায়। আপনারা জেনে অবাক হবেন যে, অ্যাজটেক এবং মায়ান সভ্যতার সময়ে এখনকার তোকমা দানাকে বেশ সমাদর এবং প্রয়োজনীয় উপাদান হিসেবে দেখা হতো।
যার মূল কারণ হচ্ছে সামান্য তোকমা দানা থেকেই পর্যাপ্ত পরিমাণ এবং দীর্ঘমেয়াদী শারীরিক শক্তি পাওয়া যায়। এমনকি তোকমা দানার ইংলিশ শব্দ Chia বা চিয়া শব্দটি এসেছে মায়ান ভাষা থেকে। যার অর্থ হল শারীরিক শক্তি।
তকমা এর উপকারিতা কি কি?
ডায়বেটিক নিয়ন্ত্রণ,ও হজমশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে এই তোকমা।
পাথরকুচি কি?
ঘরের শোভাবর্ধনের ক্ষেত্রে পাথরকুঁচির ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু পাথরকুচির ঔষুধি গুনাগুন সম্পকে আমরা কয়জন জানি?
পাথরকুঁচির উপকারিতা কি কি?
জ্বর, পেট ফাঁপা, চামড়ার এলার্জির, এবং ঠান্ডা জনিত সমস্যা সমাধানে বেশ কার্যকর এই পাধরকুঁচি।
চিরতা কি?
অনেক ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ হল চিরতা।
চিরতার উপকারিতা কি কি?
ডায়বেটিক, ডায়রিয়া, জ্বর, বাতজ্বর এবং পেট খারাপ প্রতিরোধে বেশ কার্যকরী এই চিরকার।
তুলসী কি?
বাসা বাড়িতে সকলের খুব পরিচিত একটি গাছ হল তুলসী। তুলসীর গুনাগুনের কথা এক বাক্যে বলে বুঝানো সম্ভব নয়।
তুলসির উপকারিতা কি কি?
ঠান্ডা প্রতিরোধে বেশ কার্যকরী তুলসী পাতার রস। এছাড়াও নিয়মিত তুলসী খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে।
নিম কি?
আমাদের দৈনন্দিন জীবনে নিম গাছ অনেক উপকারে আসে, নিম গাছ একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ।
নিমের গুণাগুণ কি কি?
ডায়বেটি, চিকেন পক্স, চামড়ার এলার্জির, দাঁতের ব্যাথা, এবং পোকা মাকড়ের কামড়ের ক্ষত হলে বেশ কার্যকরী এই গাছের বাকল অথবা পাতার রস।
বনজুঁই কি?
ভাঁটফুল অথবা বনজুঁই জংলী ফুল হিসেবে আমরা প্রায় সবাই চিনি।
বনজুঁয়ের উপকারিতা কি কি?
কৃমিনাশক অথবা ডায়রিয়া প্রতিরোধে বেশ কার্যকর এই বনজুঁই গাছ। এছাড়াও চর্মরোগ প্রতিরোধে বনজুঁই বেশ কার্যকরী।
বনধন কি?
বনধন বনজ ফুল হিসেবে খ্যাত, এই গাছ নানান ধরণের রোগ প্রতিরোধে বেশ কার্যকরী।
বনধন এর উপকারিতা কি কি?
পেটের ব্যাথা, এবং ডায়রিটা প্রতিরোধে এই বনধন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরণের ঘা প্রতিরোধে বেশ কার্যকরী এই বনধন।
মেন্দা কি?
বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলাতেই এই ঔষধি গাছ পাওয়া যায়।
মেন্দার উপকারিতা কি কি?
পেটের পীড়া ,রক্ত আমাশয় প্রতিরোধের ক্ষেত্রে বেশ কার্যকরী হল এই উদ্ভিদ। এবং ব্যাকটেরিয়া ও হাড় ভাঙ্ঘায় ব্যাথা প্রশমনে মেন্দার গাছ বেশ উপকারী।
সাজনা কি?
সাজনা মজাদার সবজি হিসেবে পরিচিত হলেও এর ডাটা ঔষুধ হিসেবে বেশ কার্যকরী।
সাজনার উপকারিতা কি কি?
উচ্চ রক্তচাপ, লিভারের বিভিন্ন সমস্যা, বাতের ব্যথা, রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই ডাটা।
রোজমেরি কি?
বাংলাদেশের জনপ্রিয় একটি সুগন্ধি গাছ হল রোজমেরি। কিন্তু এটি যে শুধু সুগন্ধি তা নয়। এর রয়েছে নানা ধরণের ঔষুধি গুনাগুন।
রোজমেরির উপকারিতা কি কি?
স্মৃতিশক্তি বৃদ্ধি, ডিপ্রেশন প্রতিরোধে বেশ কার্যকর হল রোজমেরি। এছাড়াও রক্ত সংবহন, ত্বকের ব্রণের সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরী একটি।
লেমন বাম কি?
জাতীয় জংলীর মধ্যে অন্যতম উদ্ভিদ হল লেমন বাম। আর এই লেমন বাম জংলী হলেও এর রয়েছে নানা ধরণের ওষুধি গুনাগুন।
লেমন বামের উপকারিতা কি কি?
লেমন বাম স্নায়ুকে আরাম দিয়ে মস্তিষ্কের চাপ কমায়। এবং এটি চা হিসেবে পান করলে মানসিক প্রসন্নতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
চামোমিলে কি?
খুব জনপ্রিয় একটি ফুল হল চামোমিলে। তবে এর আবার রয়েছে নানা ধরণের ঔষুধি গুনাগুন।
চামোমিলের উপকারিতা কি কি?
চামোমিলে প্রদাহ রোগ প্রতিরোধে কার্যকরী। কোলেস্টেরল এবং রক্তে উচ্চচাপ কমাতে কার্যকর ভূমিকা পালন করে চামোমিলে।
হলুদ কি?
হলুদ আমরা জানি এটা একটি মসলা কিন্তু এই হলুদে রয়েছে নানান ধরণের ঔষুধি গুনাগুন।
হলুদের উপকারিতা কি কি?
ব্রণ প্রতিরোধ ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই হলুদ। এছাড়াও দুধের সাথে নিয়মিত হলুদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আদা কি?
একটি কার্যকরী ঔষুধি গুনাগুন সম্পন্ন মসলা হল আদা।
আদার উপকারিতা কি কি?
সর্দি, কাশি, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আদা।
সেজ গাছ কি?
খাবারের সুগন্ধ বৃদ্ধিতে বেশ কার্যকরী হল এই সেজ গাছ। তবে এর পাশাপাশি রয়েছে নানা ধরণের ঔষুধি গুনাগুন।
সেজ গাছের উপকারিতা কি কি?
ক্রনিক রোগ, বাতাস বিশুদ্ধ কারণে বেশি ভূমিকা পালন করে এই উদ্ভিদ।
পেপারমিন্ট কি?
পেপারমিন্ট এটি একটি সুগন্ধিযুক্ত উদ্ভিদ, এর পাশাপাশি রয়েছে ঔষুধি গুনাগুন।
পেপারমিন্ট এর উপকারিতা কি কি?
মুখের দুর্গন্ধ, শ্বাসকষ্ট আক্রান্ত রোগীদের জন্য বেশ কার্যকর এটি। এছাড়াও এলার্জি হ্রাস করতে ভূমিকা পালন করে।
শিউলি কি?
আমাদের দেশের প্ররিচিত একটি ফুলের নাম শিউলি। এই ফুলটি সৌরভ ছড়ানোর পাশাপাশি এর রয়েছে নানান ধরনের ঔষুধি গুনাগুন।
শিউলির উপকারিতা কি কি?
চুল পড়া, জ্বর, কাশি ম্যালেরিয়া ও অন্ত্রের চিকিৎসায় বেশ কার্যকর হল এই ঔষুধ।
আমলকি কি?
আমলকি একটি ফল হিসেবে সকলের নিকট পরিচিত হলেও এর রয়েছে অনেক ধরণের ঔষুধি গুনাগুন।
আমলকির উপকারিতা কি কি?
চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি, শরীরের ওজন কমানো, ও ডায়বেটিক রোগীদের জন্য আমলা খুবই কার্যকর। এছাড়াও হাড় ও দাঁতের ক্ষয় প্রতিরোধে আমলা বেশ উপকারি।
ঘৃতকুমারী কি?
সৌন্দর্য চর্চার ক্ষেত্রে বহুকাল ধরে ব্যবহার করা ঘৃতকুমারীর রয়েছে নানা ধরণের ঔষুধি গুনাগুন।
ঘৃতকুমারীর উপকারিতা কি কি?
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, পাকস্থলীর সমস্যা, এবং দাঁত ও দাঁতের মাড়ির সমস্যা সমাধানে বেশ কার্যকরী হল ঘৃতকুমারী।
অশ্বগন্ধা কি?
একটি আয়ুর্বেদিক বা ভেষজ উদ্ভিদ হিসেবে সারা বিশ্বব্যাপী পরিচিতি অশ্বগন্ধা।
অশ্বগন্ধা উপকারিতা কি কি?
ডায়বেটিক, আর্থ্রাইটিস এর উপসর্গ রাখতে বেশ কার্যকর ভূমিকা পালন করে অশ্বগন্ধা। এছাড়াও মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বেশ ভূমিকা পালন করে এই অশ্বগন্ধা।
মেথি কি?
মেথি রান্নার মসলা হিসেবে খ্যাত হলেও উপকারী ঔষুধি হিসেবে কিন্তু মেথি সমানভাবে জনপ্রিয় সারাবিশ্বে।
মেথির উপকারিতা কি কি?
মানব দেহের ওজন হ্রাস, পাকস্থলী সুস্থ রাখতে, এবং শ্বাসনালীর রোগ প্রতিরোধে বেশ কার্যকরী হল এই মেথি।
শতভরি কি?
হিমালয়ের পাদদেশে জন্মানো একটি উদ্ভিদ হল শতভরি। মূলত রন্ধন শিল্পে ব্যবহৃত হলেও এর রয়েছে নানা ধরণের উপকারিতা।
শতভারির উপকারিতা কি কি?
যৌন শক্তি বৃদ্ধি, মানসিক চাপ কমানো, রক্তে শর্করার পরিমান কম রেখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা পালন করে এই শতভারি।
সাদা-মুসলি কি?
ভারতবর্ষে জন্মানো একটি ঔষুধি গুনাগুন সম্পন্ন উদ্ভিদ হল সাদা মুসলি। এই সাদা মুসলি পোরো ভারতবর্ষে আপনি দেখনে পাবেন।
সাদা-মুসলির উপকারিতা কি কি?
শরীরে যৌন শক্তি বৃদ্ধি, ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রে বেশ উপকারী এই উদ্ভিদ।