don a 10 mg এর কাজ কি | ডন এ কিসের ঔষধ

ডন এ ট্যাবলেট হল একটি প্রেসক্রিপশনের ওষুধ। যা বদহজম, বমি বমি ভাব ও বমির চিকিৎসায় ব্যবহার করা হয়। ইহা মস্তিষ্কে এমন পদার্থকে অবরুদ্ধ করে যা বমি বমি ভাব কিংবা বমি করতে শুরু করা রোধ করে।don a 10 mg এর কাজ কিএটি পেটের খাবারের নড়াচড়াও বাড়ায়। যার কারণে হজমশক্তি উন্নত হয়। ডন এ ১০ মি.গ্রা. খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।

don a 10 mg এর কাজ কি?

Don a tablet এর গ্রুপ বা জেনেরিক নাম হচ্ছে ডমপেরিডন ম্যালিয়েট। ইহা একমি ল্যাবরেটরীজ কোম্পানির একটি মেডিসিন।

don a 10 mg ট্যাবলেট সেবন করলে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে। আর এই ট্যাবলেট সেবন করলে নিম্নোক্ত উপসর্গগুলোর জন্য কাজ করেঃ

  • অল্প খাবারে তুষ্টি হলে
  • গ্যাসের বায়ু উপরের দিকে উঠলে
  • পেটের উপরের অংশে ব্যাথা
  • আলসারবিহীন অজীর্ণ রোগ হলে
  • খাবারে অরুচি
  • ঢেকুর তোলা
  • অযথা বুক জ্বালাপোড়া করা
  • বমি বমি ভাব
  • হজম প্রক্রিয়ায় সমস্যা
  • গ্যাসের সমস্যা হলে
  • পায়খানা কষা হলে
  • পেট ভার বোধ করা

ডন এ ট্যাবলেট খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাধারণত ২টি ট্যাবলেট ৬ থেকে ৮ ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন। তবে ১ জন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক এই ট্যাবলেট সেবন করবেন।

শিশুদের জন্য ডন এ সিরাপ রয়েছে যা চাইলে খাওয়াতে পারেন। ডন এ ট্যাবলেটটি বিভিন্ন ধরনের রোগের জন্য কাজ করে। রোগভেদে এর সেবন বিধি বিভিন্ন ধরনের হয়ে থাকে।

আর তাই আপনার সমস্যা কিংবা রোগ সনাক্ত করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক নির্দেশিত মাত্রায় Don A ট্যাবলেটটি সেবন করুন।

ডন এ ট্যাবলেট কিসের ঔষধ?

ডন এ ট্যাবলেট বিভিন্ন ধরনের রোগের উপসর্গের বিরুদ্ধে কাজ করে থাকে। তবে বিশেষ করে বমি কিংবা বমি বমি ভাব হলে ডন এ ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

ডন এ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

ডন এ ট্যাবলেট সেবন করলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার নিচে দেওয়া হলঃ

  • ফুসকুড়ি হতে পারে
  • ঘনঘন পিপাসা লাগতে পারে
  • স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তন
  • ত্বক লালচে ভাব হতে পারে
  • ঘুম ঘুম ভাব হতে পারে
  • ক্ষত হতে পারে
  • মাথা ব্যথা হতে পারে
  • কারও কারও ক্ষেত্রে আবার চুলকানি হতে পারে
  • দুশ্চিন্তা ভর করতে পারে
  • মুখ শুষ্ক হয়ে যেতে পারে
  • কারো কারো ক্ষেত্রে নার্ভাসভাব হতে পারে
  • অনেক সময় মায়েদের দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি পেতে পারে

ডন এ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

ডন এ ট্যাবলেট প্রতিদিন ৪ থেকে ৬টি খেতে হবে।

ডন-এ ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস ডন-এ ট্যাবলেট এর দাম হচ্ছে ৩.৪৫ টাকা।

ডন এ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

Don a tablet শিশুদের খাওয়ানো যাবে না। তবে শিশুদের জন্য বিকল্প হিসেবে Don A সিরাপ পাওয়া যায় যা খাওয়াতে পারেন।

ডন এ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

ডন এ ট্যাবলেট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না।

স্তনদানকালীন মায়েদের Don A tablet খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের ডন এ ট্যাবলেট খাওয়া যাবে।

Don A 10 mg সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: Domperidone Maleate
  • Strength: 10 mg
  • Unit price: ৳ 3.45.00
  • Box price: ৳ 483.00
  • Pharma: ACME Laboratories Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment