ডন এ ট্যাবলেট হল একটি প্রেসক্রিপশনের ওষুধ। যা বদহজম, বমি বমি ভাব ও বমির চিকিৎসায় ব্যবহার করা হয়। ইহা মস্তিষ্কে এমন পদার্থকে অবরুদ্ধ করে যা বমি বমি ভাব কিংবা বমি করতে শুরু করা রোধ করে।এটি পেটের খাবারের নড়াচড়াও বাড়ায়। যার কারণে হজমশক্তি উন্নত হয়। ডন এ ১০ মি.গ্রা. খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
don a 10 mg এর কাজ কি?
Don a tablet এর গ্রুপ বা জেনেরিক নাম হচ্ছে ডমপেরিডন ম্যালিয়েট। ইহা একমি ল্যাবরেটরীজ কোম্পানির একটি মেডিসিন।
don a 10 mg ট্যাবলেট সেবন করলে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে। আর এই ট্যাবলেট সেবন করলে নিম্নোক্ত উপসর্গগুলোর জন্য কাজ করেঃ
- অল্প খাবারে তুষ্টি হলে
- গ্যাসের বায়ু উপরের দিকে উঠলে
- পেটের উপরের অংশে ব্যাথা
- আলসারবিহীন অজীর্ণ রোগ হলে
- খাবারে অরুচি
- ঢেকুর তোলা
- অযথা বুক জ্বালাপোড়া করা
- বমি বমি ভাব
- হজম প্রক্রিয়ায় সমস্যা
- গ্যাসের সমস্যা হলে
- পায়খানা কষা হলে
- পেট ভার বোধ করা
ডন এ ট্যাবলেট খাওয়ার নিয়ম?
প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাধারণত ২টি ট্যাবলেট ৬ থেকে ৮ ঘন্টা অন্তর অন্তর সেবন করবেন। তবে ১ জন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক এই ট্যাবলেট সেবন করবেন।
শিশুদের জন্য ডন এ সিরাপ রয়েছে যা চাইলে খাওয়াতে পারেন। ডন এ ট্যাবলেটটি বিভিন্ন ধরনের রোগের জন্য কাজ করে। রোগভেদে এর সেবন বিধি বিভিন্ন ধরনের হয়ে থাকে।
আর তাই আপনার সমস্যা কিংবা রোগ সনাক্ত করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক নির্দেশিত মাত্রায় Don A ট্যাবলেটটি সেবন করুন।
ডন এ ট্যাবলেট কিসের ঔষধ?
ডন এ ট্যাবলেট বিভিন্ন ধরনের রোগের উপসর্গের বিরুদ্ধে কাজ করে থাকে। তবে বিশেষ করে বমি কিংবা বমি বমি ভাব হলে ডন এ ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
ডন এ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
ডন এ ট্যাবলেট সেবন করলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার নিচে দেওয়া হলঃ
- ফুসকুড়ি হতে পারে
- ঘনঘন পিপাসা লাগতে পারে
- স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে স্তন
- ত্বক লালচে ভাব হতে পারে
- ঘুম ঘুম ভাব হতে পারে
- ক্ষত হতে পারে
- মাথা ব্যথা হতে পারে
- কারও কারও ক্ষেত্রে আবার চুলকানি হতে পারে
- দুশ্চিন্তা ভর করতে পারে
- মুখ শুষ্ক হয়ে যেতে পারে
- কারো কারো ক্ষেত্রে নার্ভাসভাব হতে পারে
- অনেক সময় মায়েদের দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি পেতে পারে
ডন এ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
ডন এ ট্যাবলেট প্রতিদিন ৪ থেকে ৬টি খেতে হবে।
ডন-এ ট্যাবলেট এর দাম কত?
প্রতি পিস ডন-এ ট্যাবলেট এর দাম হচ্ছে ৩.৪৫ টাকা।
ডন এ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
Don a tablet শিশুদের খাওয়ানো যাবে না। তবে শিশুদের জন্য বিকল্প হিসেবে Don A সিরাপ পাওয়া যায় যা খাওয়াতে পারেন।
ডন এ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
ডন এ ট্যাবলেট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না।
স্তনদানকালীন মায়েদের Don A tablet খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের ডন এ ট্যাবলেট খাওয়া যাবে।
Don A 10 mg সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: Domperidone Maleate
- Strength: 10 mg
- Unit price: ৳ 3.45.00
- Box price: ৳ 483.00
- Pharma: ACME Laboratories Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।