লেট্রল ২.৫ মি.গ্রা. ট্যাবলেট শরীরের এস্ট্রোজেনের পরিমাণ কমায়। ইহা মহিলাদের বন্ধ্যাত্বের বিরুদ্ধে কার্যকর প্রতিকার হিসাবেও কাজ করে।লেট্রল ২.৫ মি.গ্রা. ট্যাবলেট সুপার-অবাউলেশনের কারণে ডিম ফুটো ব্যর্থ নারীদের বিকাশের জন্য ডিমকে পুষ্ট করে।
লেট্রল ২.৫ এর কাজ কি?
লেট্রল ২.৫ ট্যাবলেট হল রেনেটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম বা জেনেরিক হচ্ছে লেট্রোজল। লেট্রল ২.৫ ট্যাবলেট এর উপকারিতা নিম্নে উল্লেখ করা হলঃ
- স্তন ক্যান্সার সারায়
- মহিলাদের বন্ধ্যাত্ব দূর করে
- ঋতুস্রাবজনিত সমস্যা দূর করে
- বাচ্চা হওয়ার জন্য কাজ করে
- মহিলাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ায়
লেট্রল ২.৫ ট্যাবলেট খাওয়ার নিয়ম?
লেট্রল ২.৫ ট্যাবলেট মোট ৫ দিন খেতে হয়। মহিলাদের মাসিকের ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত এই ট্যাবলেট সেবন করতে হয়। প্রতিবার ১ থেকে ২টি ট্যাবলেট সেবন করতে হয়।
তবে সকালে ১টি ও রাতে ১টি এভাবে সেবন করা যায়। অবশ্যই খাওয়ার পরে ভরা পেটে এ ট্যাবলেট সেবন করবেন। লেট্রল ২.৫ ট্যাবলেট সাধারণত দীর্ঘদিন মহিলাদের খেতে হয়।
৬ মাসের মতো এই ট্যাবলেট সেবন করতে হয়। অবশ্যই ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেট খাওয়ার অনুরোধ রইলো।
লেট্রল ২.৫ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
লেট্রল ২.৫ ট্যাবলেট সেবন করলে সাধারণত নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায়ঃ
- কোষ্ঠকাঠিন্য
- বুকে ব্যথা
- পিঠে ব্যথা
- হাড়ে ফাটল
- মাথা ব্যথা
- মাথা ঘোরা
লেট্রল ২.৫ কত মাস খেতে হয়?
লেট্রল ২.৫ ট্যাবলেট ট্যাবলেট সাধারণত ৬ মাস খেতে হয়।
লেট্রল ২.৫ ট্যাবলেট খেলে কি মোটা হয়?
লেট্রল ২.৫ ট্যাবলেট খেলে মোটা হয় না।
লেট্রল ২.৫ ট্যাবলেট কিসের ঔষধ?
লেট্রল ২.৫ ট্যাবলেট মহিলাদের গর্ভধারণের ঔষধ।
লেট্রল ২.৫ ট্যাবলেট এর দাম কত?
লেট্রল ২.৫ এর ১টি ট্যাবলেট এর দাম ৪২ টাকা মাত্র।
স্তনদানকালীন মায়েদের Letrol 2.5 mg ট্যাবলেট খাওয়া যাবে কি?
স্তনদানকালীন মায়েদের Letrol 2.5 mg ট্যাবলেট খাওয়া যাবে না।
Letrol 2.5 mg ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
Letrol 2.5 mg ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
Letrol 2.5 mg ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
Letrol 2.5 mg শিশুদের খাওয়ানো যাবে না।
Letrol 2.5 mg ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
Letrol 2.5 mg ট্যাবলেট প্রতিদিন ১ থেকে ২টি খেতে হবে।
Letrol 2.5 mg ট্যাবলেট খাওয়ার আগে না পরে?
Letrol 2.5 mg ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
লেট্রল ২.৫ ট্যাবলেট খেলে কি ওজন কমে?
Letrol 2.5 mg ট্যাবলেট খেলে ওজন কমে না।
Letrol 2.5 mg ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
Letrol 2.5 mg ট্যাবলেট খেলে ঘুম হয় না।
অনলাইনে টাকা আয় করতে চাইলে বেকার আইটি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেনঃ
https://bekarit.com/
Letrol 2.5 mg সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: Letrozole
- Strength: 2.5 mg
- Unit price: ৳42.00
- Box price: ৳420.00
- Pharma: Renata Limited Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।