প্রোজেস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট মহিলাদের বন্ধ্যাত্ব, বেদনাদায়ক বা অনিয়মিত পিরিয়ড, প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম (PMS) ও এন্ডোমেট্রিওসিস সহ বিভিন্ন মাসিক সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।ইহা মেনোপজের আগে বন্ধ হওয়া পিরিয়ডগুলো পুনরায় চালু করতে ও অস্বাভাবিকভাবে ভারী পিরিয়ড রোধ করতে সাহায্য করে।
progest 10 mg এর কাজ কি?
প্রোজেস্ট ট্যাবলেট হল পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ বা জেনেরিক নাম হল ডাইড্রোজেস্টেরন।
প্রোজেস্ট ট্যাবলেট নিচের উল্লেখিত রোগের বিরুদ্ধে কাজ করেঃ
- নারী বন্ধ্যাত্ব দূর করতে
- এন্ডোমেট্রিওসিস হলে
- অ্যামেনোরিয়া হলে
- মাসিকের সময় ব্যথা দূর করতে
- প্রিমেন্সচারাল সিন্ড্রোম (PMS) দূর করকে
- অস্বাভাবিক জরায়ু রক্তপাত দূর করতে
প্রোজেস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়ার নিয়ম?
Progest 10 mg ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দিবে ঠিক সেভাবে এই ট্যাবলেট সেবন করুন। প্রয়োজনে প্রেসক্রিপশনের নির্দেশাবলী ফলো করুন।
progest 10 mg কিসের ঔষধ?
progest 10 mg হল মহিলাদের বন্ধ্যাত্ব, বেদনাদায়ক বা অনিয়মিত পিরিয়ড, প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম (PMS) ও এন্ডোমেট্রিওসিস ইত্যাদি রোগের ওষুধ।
প্রোজেস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
প্রোজেস্ট ট্যাবলেট নির্দেশিত মাত্রার চেয়ে বেশি সেবন করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায়ঃ
- বমি
- বমি ভাব
- মাসিকের মতো রক্তপাত
- স্তনে ব্যথা ও
- স্তন ফুলে যাওয়া
- মাথা ব্যথা
- মাইগ্রেইন
- পেটে ব্যথা
- ক্ষুদা মন্দা
- মাথা ঘোরা
- উচ্চ রক্তচাপ
- পায়ে টান পড়া
- দুর্বলতা
- ওজনের পরিবর্তন
- পা ফুলে যাওয়া
প্রোজেস্ট ট্যাবলেট এর দাম কত?
Progest 10 mg ১টি ট্যাবলেট এর দাম ৪০ টাকা।
প্রোজেস্ট ট্যাবলেট খেলে কি মোটা হয়?
প্রোজেস্ট ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় না।
প্রোজেস্ট ট্যাবলেট খেলে কি ওজন কমে?
Progest 10 mg ট্যাবলেট খেলে ওজন কমে না।
Progest 10 mg ট্যাবলেট খাওয়ার আগে না পরে খেতে হয়?
প্রোজেস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়ার আগে ও পরে উভয় সময় খাওয়া যায়।
স্তনদানকালীন মায়েদের Progest 10 mg ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের Progest 10 mg ট্যাবলেট খাওয়া যাবে না। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ট্যাবলেট খাওয়া যেতে পারে।
প্রোজেস্ট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
প্রোজেস্ট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
প্রোজেস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
প্রোজেস্ট ১০ মি.গ্রা. ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।
Progest Tablet সম্পর্কে?
- Dosage Form: Tablet
- Generic: Dydrogesterone
- Strength: 10 mg
- Unit price: ৳40.00
- Box price: ৳1200.00
- Pharma: Popular Pharmaceuticals Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।