এন্টিবায়োটিক ও এন্টিবডি কি | এন্টিবায়োটিক ও এন্টিবডির মধ্যে পার্থক্য

এন্টিবায়োটিক কি?

এন্টিবায়োটিক হল এমন একটি ওষুধ। যা মানুষ ও প্রাণীদের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এন্টিবায়োটিক হচ্ছে বড় জীবাণু নাশক শ্রেণীর সদস্য।

যার মধ্যে রয়েছে নানা ধরনের অ্যান্টি-ভাইরাল (ভাইরাস-নাশক) ও অ্যান্টি-ফাঙ্গাল (ছত্রাক-নাশক) ইত্যাদি।

এন্টিবডি কি?

এন্টিবডি হল দেহের প্রতিরক্ষাতন্ত্র (immune system) থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে যেমনঃ ভাইরাস, ব্যাকটেরিয়া ধ্বংস করে।এন্টিবায়োটিক ও এন্টিবডি কিপ্রত্যেকটি অ্যান্টিবডি হল ইমিউনোগ্লোবিউলিন (যা সংক্ষেপে Ig) নামে বিশেষ ধরনের একেকটি প্রোটিনের অণু। প্লাজমা কোষ থেকে এন্টিবডি উৎপন্ন হয়ে থাকে। মানুষের দেহে প্রায় ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ধরনের এন্টিবডি উৎপন্ন হতে পারে।

এন্টিবায়োটিক ও এন্টিবডির মধ্যে পার্থক্য?

নিচে এন্টিবায়োটিক ও এন্টিবডির মধ্যে পার্থক্যঃ

এন্টিবডি

  • দুটি বড় ও দুটি ছোট প্রোটিন শিকলের সমন্বয়ে এন্টিবডি গঠিত হয়।
  • প্রাকৃতিকভাবে দেহে রোগ প্রতিরোধ কল্লে গড়ে ওঠে।
  • ইহা কোষ সদৃশ যা দেহের জীবাণু কোষ ধ্বংস করে।
  • উদাহরণঃ IgA, IgG
  • এন্টিবডি জীবাণুর অ্যান্টিজেনকে আক্রমণ ও প্রতিহত করে।

এন্টিবায়োটিক

  • এর রাসায়নিক গঠন এন্টিবডি থেকে আলাদা।
  • কৃত্রিম উপায়ে কিংবা উদ্ভিদ থেকে উৎপাদিত হয়, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে।
  • কোষ পর্দায় আক্রমণ করেও ব্যাকটেরিয়া ধ্বংস করে।
  • রাসায়নিক গঠন এন্টিবডি থেকে আলাদা।
  • উদাহরণঃ Penicillin, Ampicillin ইত্যাদি।
  • এন্টিবায়োটিক হল ওষুধ যা জীবাণু ধ্বংস করে।

Leave a Comment