vergon 5mg tablet এর কাজ | ভারগন খেলে কি হয়

vergon 5 mg ট্যাবলেট বমি বা বমি বমি ভাব, মাথা ঘোরানো, লো প্রেসার, দুশ্চিন্তা ও টেনশনসহ বিভিন্ন রোগের ঔষুধ। এছাড়াও মানসিক বিভিন্ন রোগ যেমনঃ সিজোফ্রেনিয়া, ম্যানিয়া ও স্বল্পমেয়াদী উদ্বেগের ক্ষেত্রেও Vergon ট্যাবলেট ব্যবহার করা হয়।vergon 5mg tablet এর কাজVergon Tablet খাবার খাওয়ার পরে সেবন করতে হয়। তবে ভাল ফলাফল পেতে এই ট্যাবলেট প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে পারেন।

vergon 5mg tablet এর কাজ?

ভারগন ট্যাবলেট হল অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। ইহা আমাদের অতি পরিচিত একটি ওষুধ। এই ওষুধটি বেশিরভাগ মানুষ নিয়মকানুন ভালভাবে না জেনেই সেবন করে।

এই ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। যা নিচে তালিকা করে উল্লেখ করা হলঃ

  • মানসিক সমস্যা থাকলে
  • লো প্রেসার হলে
  • মাথা ঘোরালে
  • হাত ও পা অবশ হয়ে গেলে
  • ক্যান্সার কিংবা রেডিও থেরাপি দেওয়ার পরে
  • বমি বমি ভাব হলে
  • বমি হলে
  • মাইগ্রেন জনিত সমস্যা হলে
  • দুশ্চিন্তাগ্রস্ত হলে

ভারগন ট্যাবলেট খাওয়ার নিয়ম?

vergon 5 mg ট্যাবলেট সকালে ও বিকেলে খাওয়ার পরে প্রতিবার ১টি করে দৈনিক ২টি ট্যাবলেট খেতে হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি সকালে খাওয়ার পরে একটি ও রাতে খাওয়ার পর একটি করে সেবন করতে হবে।

রোগ ও বয়সভেদে এই ট্যাবলেটের সেবন বিধি পরিবর্তন হয়। আর তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই vergon 5 mg ট্যাবলেটটি সেবন করবেন। নতুবা পরে বড় ধরনের বিপদে পড়তে পারেন।

ভারগন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

vergon 5 mg ট্যাবলেট সেবন করলে কিছু মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যা নিচে উল্লেখ করা হলঃ

  • চোখ হলুদ হয়ে যেতে পারে
  • কারও কারও ক্ষেত্রে মুখমণ্ডল সংকোচন হতে পারে
  • বমি বমি ভাব বা বমি হতে পারে
  • নিদ্রা ভাব হতে পারে
  • গাড়ি ড্রাইভিং করতে সমস্যা হতে পারে
  • কেউ কেউ মুখ মণ্ডল নড়াচড়া করতে পারে না
  • অস্থিরতা তৈরি হতে পারে
  • স্কিন হলুদ হয়ে যেতে পারে
  • কাঁপুনি হতে পারে
  • অস্বাভাবিক কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অতি শীঘ্রই চিকিৎসকের কাছে যাবেন।

গর্ভাবস্থায় vergon 5 mg ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

গর্ভাবস্থায় মহিলাদের vergon 5 mg ট্যাবলেট খাওয়া যাবে না। এতে করে গর্ভে থাকা ভ্রণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

vergon 5 mg ট্যাবলেট এর দাম কত?

vergon 5 mg ট্যাবলেট প্রতি পিসের দাম. ৬৫ পয়সা মাত্র। অর্থাৎ ১০টি ট্যাবলেটের দাম ৬.৫ টাকা।

ভারগন ট্যাবলেট খেলে কি ওজন কমে?

ভারগন ট্যাবলেট খেলে ওজন কমে না।

ভারগন কিসের ঔষধ?

vergon 5 mg ট্যাবলেট বমি বা বমি বমি ভাব, মাথা ঘোরানো, লো প্রেসার, দুশ্চিন্তা কিংবা টেনশনসহ বিভিন্ন রোগের ঔষুধ।

vergon 5 mg খেলে কি ঘুম হয়?

vergon 5 mg ট্যাবলেট খেলে ঘুম হয়।

vergon 5 mg Tablet সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: Prochlorperazine Maleate
  • Strength: 5 mg
  • Unit price: ৳ 0.65.00
  • Box price: ৳ 442.00
  • Pharma: Opsonin Pharma Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment