অ্যাক্টেরিয়া ক্যাপসুল হল এক ধরণের প্রোবায়োটিক হারবাল ঔষুধ। ইহা মূলত মানুষের অন্ত্রের এপিথেলিয়াল সেল এর ওপর কাজ করার মাধ্যমে অন্ত্রের প্রদাহ নিরসনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।ইহা পরিপাকতন্ত্রে অবস্থিত ল্যাক্টিক এসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিপাকতন্ত্রে পিএইচ কমায় ও এভাবে এতে অবস্থিত ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে থাকে।
তাছাড়া এই ক্যাপসুলটি ক্ষতিকারক জীবাণুদেরও রিসেন্টর বাইন্ডিং এর ক্ষেত্রে প্রতিযোগিতা করে থাকে।
acteria এর কাজ কি?
এ্যাকটেরিয়া ক্যাপসুল হল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হল প্রোবায়োটিক কম্বিনেশন [৪ বিলিয়ন]।
এ্যাকটেরিয়া ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিচে কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে তা দেওয়া হলঃ
- এন্টিবায়োটিক ব্যবহারজনিত
- ডায়রিয়া হলে
- হজম জনিত সমস্যা হলে
- ল্যাক্টোস ইন্টলারেন্স হলে
- পেটের যেকোন সমস্যা হলে
- ভ্যাজাইনাল ইনফেকশন হলে
এ্যাকটেরিয়া ক্যাপসুল খাওয়ার নিয়ম?
প্রতিবার ১থেকে ২ টি করে এ্যাকটেরিয়া ক্যাপসুল দৈনিক সেবন করতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ক্যাপসুল খাওয়া ভাল হবে। তবে খাওয়ার এই নিয়মটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য।
আপনি প্রতিদিন সকালে, বিকেলে ও রাতে ১টি করে ক্যাপসুল খাওয়ার পর সেবন করতে পারেন। আর এই ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো ১০ থেকে ৩০ দিন খাওয়া যেতে পারে।
এ্যাকটেরিয়া ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া?
এই ক্যাপসুল চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট মাত্রায় সেবন করলে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।
Acteria ক্যাপসুল কিসের ঔষধ?
Acteria ক্যাপসুল পেটের সমস্যা বিশেষ করে ডায়রিয়ার ঔষুধ।
Acteria ক্যাপসুল এর দাম কত?
এ্যাকটেরিয়া ১টি ক্যাপসুল এর দাম হল ৪০ টাকা মাত্র।
এ্যাকটেরিয়া ক্যাপসুল খেলে কি মোটা হয়?
Acteria ক্যাপসুল খেলে মোটা হয় না।
Acteria ক্যাপসুল কতদিন খেতে হবে?
এ্যাকটেরিয়া ক্যাপসুল ১০-৩০ দিন খেতে হবে।
Acteria ক্যাপসুল এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে হবে কিনা?
এ্যাকটেরিয়া ক্যাপসুল এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে হবে না।
এ্যাকটেরিয়া ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
Acteria ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
Acteria ক্যাপসুল শিশুদের খাওয়ানো যাবে কিনা?
এ্যাকটেরিয়া ক্যাপসুল শিশুদের খাওয়ানো যাবে না।
Acteria ক্যাপসুল খেলে কি ওজন কমে?
Acteria ক্যাপসুল খেলে ওজন কমে না।
Acteria ক্যাপসুল খেলে কি ঘুম হয়?
Acteria ক্যাপসুল খেলে ঘুম হয় না।
এ্যাকটেরিয়া ক্যাপসুল প্রতিদিন কয়টি খেতে হবে?
এ্যাকটেরিয়া ক্যাপসুল প্রতিদিন ৩-৬টি খেতে হবে।
স্তনদানকালীন মায়েদের Acteria ক্যাপসুল খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের এ্যাকটেরিয়া ক্যাপসুল খাওয়া যাবে না।
এ্যাকটেরিয়া ক্যাপসুল খাওয়ার আগে না পরে?
এ্যাকটেরিয়া ক্যাপসুল খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
এ্যাকটেরিয়া ক্যাপসুল সম্পর্কে?
- Dosage Form: ক্যাপসুল
- Generic : প্রোবায়োটিক কম্বিনেশন [৪ বিলিয়ন]
- Strength: 4 Billion
- Unit price: ৳ 40.00
- Box price: ৳ 800.00
- Pharma: Radiant Pharmaceuticals Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।