অ্যালাকোট ডি এস আই ড্রপ চোখে লাল লাল ভাব, চোখে চুলকানি, ধুলো, পশুর পশম ও অন্যান্য অ্যালার্জেনের কারণে সৃষ্ট মৌসুমী অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সংক্রমণ, চুলকানি ও চোখের ফোলা ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহার হয়।
অ্যালাকোট ডি এস আই ড্রপ এর কাজ কি?
অ্যালাকোট ডি এস আই ড্রপ হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের জেনেরিক নাম হচ্ছে ওলোপ্যাটাডিন হাইড্রোক্লোরাইড।এই ড্রপটি গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। যা নিচে উল্লেখ করা হলঃ Alacot DS আই ড্রপ মূলত এলার্জিক কনজাংটিভাইটিস এর লক্ষণ উপশমে কাজ করে।
এছাড়াও চোখে লাল লাল ভাব, চোখে চুলকানি, ধুলো, পশুর পশম ও অন্যান্য অ্যালার্জেনের কারণে সৃষ্ট মৌসুমী অ্যালার্জিক কনজেক্টিভাইটিস সংক্রমণ, চুলকানি ও চোখের ফোলা ইত্যাদির সংক্রমণ রোধে কাজ করে।
Alacot DS Eye drop এর পার্শ্বপ্রতিক্রিয়া?
- চোখ ব্যথা
- অস্বাভাবিক চোখের সংবেদন
- চোখের অস্বস্তি
- চোখ জ্বালা
Alacot DS Eye drop ব্যবহারের নিয়ম?
- প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিটি আক্রান্ত চোখে এক ফোঁটা দিনে ১ বার।
- ২ বছরের বেশি বয়সী শিশুদের প্রতিটি আক্রান্ত চোখে দিনে ১ বার এক ফোঁটা।
অ্যালাকোট ডি এস আই ড্রপ এর দাম কত?
অ্যালাকোট ডি এস আই ড্রপ এর দাম ১৭৫ টাকা।
Alacot DS Eye drop সম্পর্কে?
- Dosage Form: ড্রপ
- Generic: Generic: Olopatadine
- Strength: 0.2%
- Price: ৳175
- Pharma: SQUARE Pharmaceuticals PLC
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।