algin tablet কেন খায় | এলজিন ট্যাবলেট এর কাজ

এলজিন (Algin) ট্যাবলেট খেলে বিভিন্ন প্রকার কাজ হয়ে থাকে। সাধারণত মেয়েরা এই এলজিন ট্যাবলেট সবচেয়ে বেশি সেবন করে থাকে। তবে এই এলজিন ট্যাবলেট ছেলেমেয়ে উভয়ই খেতে পারবে।algin tablet কেন খায়এলজিন ট্যাবলেট একটি মাংসপেশীর খিঁচুনীরোধী ঔষুধ। যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় এবং জরায়ুর পেশীর সংকোচন কমায়।

ইহা পরিপাকনালী এবং পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যাথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও ইহা মূত্রনালী এবং স্ত্রী জৈননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন এবং ব্যাথার চিকিৎসায় নির্দেশিত হয়।

algin tablet কেন খায়?

নিচে উল্লেখিত কাজগুলো এই ট্যাবলেট করে থাকে। যেমনঃ মেয়েদের মাসিক চলাকালীন পেটে ব্যথা, আমাশয় হলে পেটে ব্যথা, ডায়রিয়াজনিত পেটে ব্যথা এবং পিত্তথলির ও মূত্রথলির অন্ত্রের ব্যথা দূর করে থাকে।

এছাড়াও জরায়ুর পেশী সংকোচন সমস্যা দূর করে থাকে এবং পরিপাকতন্ত্রের প্রদাহ দূর করে থাকে।

এলজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সকাল, বিকাল ও রাতে প্রতিবেলা একটি করে মোট ৩টি ট্যাবলেট খেতে পারবেন। পেটে তীব্র ব্যথা অনুভূত হলে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী এলজিন ট্যাবলেটটি সেবন করবেন।

এলজিন কিসের ঔষুধ?

এলজিন ট্যাবলেট মেয়েদের মাসিক চলাকালীন পেটে ব্যাথার ঔষুধ। এছাড়াও আমাশয় কিংবা ডায়রিয়া জনিত পেটে ব্যাথা হলে এই ট্যাবলেটটি সেবন করা যায়।

গর্ভাবস্থায় এলজিন ট্যাবলেট খাওয়া যাবে কি?

হ্যাঁ গর্ভাবস্থায় এলজিন ট্যাবলেট খাওয়া যাবে।

এলজিন ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

এলজিন ট্যাবলেট খাওয়ার আগে কিংবা পরে যেকোন সময় খাওয়া যায়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলজিন ট্যাবলেট সেবন করার অনুরোধ রইলো।

এলজিন ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস এলজিন ট্যাবলেট এর দাম হচ্ছে ৮.৫০ টাকা।

algin tablet সম্পর্কে?

  • Dosage Form: Tablet
  • Generic: টাইমোনিয়াম মিথাইলসালফেট
  • Strength: 50 mg
  • Unit price: ৳ 8.50.00
  • Box price: ৳ 85.00
  • Pharma: Renata Limited

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment