atova 10 এর কাজ কি | atova 10 খাওয়ার নিয়ম

এ্যাটোভা ১০ মি.গ্রা. স্ট্যাটিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। ইহা কোলেস্টেরল কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয়। কোলেস্টেরল হচ্ছে একটি চর্বিযুক্ত পদার্থ।atova 10 এর কাজ কিযা আপনার রক্তনালীতে জমা হয় ও সরু হয়ে যায়। যা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের কারণ হতে পারে। এ্যাটোভা ১০ মি.গ্রা. খাবারের সাথে বা খালি পেটে নেওয়া যেতে পারে।

আপনি ইহা দিনের যেকোন সময় নিতে পারেন। তবে প্রতিদিন একই সময়ে ইহা নেওয়ার চেষ্টা করুন।

Table of Contents

atova 10 এর কাজ কি?

এ্যাটোভা ১০ মি.গ্রা. ট্যাবলেট হল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ বা জেনেরিক নাম হচ্ছে এ্যাটোরভাস্টাটিন ক্যালসিয়াম।

এ্যাটোভা ১০ ট্যাবলেট বিভিন্ন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। নিম্নে উল্লেখ করা হল কোন কোন রোগের জন্য এ্যাটোভা ১০ ট্যাবলেট সেবন করা হয়ঃ

  • রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমানো জন্য
  • রক্তের চর্বি মাত্রা কমানোর জন্য

এ্যাটোভা ১০ খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা atova 10 mg ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করবেন। তবে এই ওষুধের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তারা এ্যাটোভা ১০ মি.গ্রা. সেবন করবেন না।

পাশাপাশি যাদের যকৃতে সমস্যা রয়েছে তারাও এ্যাটোভা ১০ ট্যাবলেট খেতে পারবেন না। অবশ্যই ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই এ্যাটোভা ১০ সেবন করবেন।

আর এই ওষুধ ১০ থেকে ১৫ দিন সেবন করা যায়। চিকিৎসকের পরামর্শ মতো প্রতিদিন ২ টা ট্যাবলেট কখনো কখনো সেবন করা যেতে পারে। ইহা আসলে রোগীর রোগের অবস্থার উপর নির্ভর করবে।

Atova 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া?

Atova 10 ট্যাবলেট সেবন করলে নিম্নে উল্লেখিত কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়ঃ

  • মাথা ব্যথা হতে পারে
  • পেট ফাঁপা হতে পারে
  • পেটব্যথা হতে পারে
  • এসথেনিয়া হতে পারে
  • হাড়ের ব্যথা হতে পারে
  • রেশ হতে পারে
  • মাংসপেশীর ব্যথা হতে পারে
  • পিঠে ব্যথা হতে পারে
  • বদহজম হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য হতে পারে

Atova 10 ট্যাবলেট কতদিন খেতে হবে?

এ্যাটোভা ১০ মি.গ্রা. ট্যাবলেট ১০ থেকে ১৫ দিন খেতে হবে।

Atova 10 এর দাম কত?

প্রতি পিস এ্যাটোভা ১০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম হল ১৬ টাকা মাত্র। আপনার নিকটস্থ যেকোন ফার্মেসী থেকে Atova 10 ট্যাবলেট ক্রয় করতে পারবেন।

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে কি মোটা হয়?

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় না।

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে কি ওজন কমে?

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে ওজন কমে না।

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

এ্যাটোভা ১০ ট্যাবলেট খেলে ঘুম হয় না।

এ্যাটোভা ১০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

এ্যাটোভা ১০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।

স্তনদানকালীন মায়েদের এ্যাটোভা ১০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের এ্যাটোভা ১০ ট্যাবলেট খাওয়া যাবে না।

এ্যাটোভা ১০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

এ্যাটোভা ১০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।

এ্যাটোভা ১০ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

এ্যাটোভা ১০ ট্যাবলেট প্রতিদিন ১টি খেতে হবে।

এ্যাটোভা ১০ ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

এ্যাটোভা ১০ ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।

এ্যাটোভা ১০ কিসের ঔষধ?

এ্যাটোভা ১০ ট্যাবলেট রক্তের চর্বি এবং কোলেস্টেরল কমানোর ঔষুধ।

এ্যাটোভা ১০ মি.গ্রা. ট্যাবলেটের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে কিনা?

এ্যাটোভা ১০ মি.গ্রা. ট্যাবলেটের সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না।

Atova 10 mg সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: Atorvastatin Calcium
  • Strength: 10 mg
  • Unit price: ৳ 12.00
  • Box price: ৳ 360.00
  • Pharma: Beximco Pharmaceuticals Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment