বারবিট হল ফেনোবারবিটালের একটি উপস্থাপন। যা এক ধরনের বারবিচুরেট, ননসিলেকটিভ, কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র ব্যবস্থার উপর প্রভাব বিস্তারকারী নিম্নাকারক।বারবিট ট্যাবলেট স্নায়ুবিক উত্তেজনা, মৃগী রোগ, খিচুনি সমস্যা, শিশুদের ঘুম না হওয়া, মানসিক চাপ, অনিদ্রা, ঘুমের সমস্যা ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
barbit 30 এর কাজ কি?
বারবিট ট্যাবলেট হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হল ফেনোবারবিটাল। বারবিট ট্যাবলেট নিচের উল্লেখিত রোগের বিরুদ্ধে কাজ করেঃ
- স্নায়ুবিক উত্তেজনা দূর করতে
- মৃগী রোগ হলে
- খিচুনি সমস্যা থাকলে
- শিশুদের ঘুম না হলে
- মানসিক চাপ দূর করতে
- অনিদ্রা দূর করতে
- ঘুমের সমস্যা দূর করতে (স্বল্পমেয়াদি)
- শিশুরা কান্নাকাটি করলে
- উদ্বেগ দূর করতে
- ভয় দূর করতে
বারবিট কি ঘুমের ঔষধ?
বারবিট ট্যাবলেট হল ঘুমের ঔষুধ। ইহা সকল প্রকার মানসিক সমস্যা দূর করে।
বারবিট ট্যাবলেট খাওয়ার নিয়ম?
বারবিট ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ৩০ মি.গ্রা. বা ৬০ মি.গ্রা. ট্যাবলেট প্রতিদিন ১টি করে সেবন করবেন। খাওয়ার পরে এ ট্যাবলেট সেবন করতে হবে।
চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশুদের এ ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। চিকিৎসক শিশুদের খাওয়ার নির্ধারিত মাত্রা বলে দিবে। এ ধরনের ওষুধ ভুলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না।
রোগের উপর এবং রোগীর সার্বিক অবস্থার উপর ভিত্তি করে এই ওষুধ সেবনের ডোজ ভিন্ন হয়ে থাকে।
বারবিট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
বারবিট ট্যাবলেট নির্দেশিত মাত্রার চেয়ে বেশি সেবন করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।সাধারণত নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায়ঃ
- কাঁপুনি
- মানসিক অশান্তি
- নিদ্রাহীনতা
- নিম্ন রক্তচাপ
- বিভ্রান্তি
- অস্থিরতা
- ঘুম ঘুম ভাব
- বমি বমি ভাব
- হার্ট বিট কমে যাওয়া
- ঘাম
- দুঃস্বপ্ন
- কোষ্ঠকাঠিন্য সমস্যা
- মানসিক অস্বস্তি হতে পারে
- শ্বাসকষ্ট সমস্যা হতে পারে
বারবিট ট্যাবলেট এর দাম কত?
Barbit ১টি ট্যাবলেট ৩০ মি.গ্রা. এর দাম ১ টাকা মাত্র। ও বারবিট ১টি ট্যাবলেট ৬০ মি.গ্রা. এর দাম ১.১৪ টাকা মাত্র।
বারবিট ট্যাবলেট খেলে কি মোটা হয়?
Barbit ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় না।
বারবিট ট্যাবলেট খেলে কি ওজন কমে?
বারবিট ট্যাবলেট খেলে ওজন কমে না।
বারবিট ট্যাবলেট খাওয়ার আগে না পরে খেতে হয়?
বারবিট ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
স্তনদানকালীন মায়েদের Barbit ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের বারবিট ট্যাবলেট খাওয়া যাবে না। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ট্যাবলেট খাওয়া যেতে পারে।
বারবিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
বারবিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ট্যাবলেট খাওয়া যেতে পারে।
বারবিট ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
বারবিট ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে।
বারবিট ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
বারবিট ট্যাবলেট খেলে ঘুম হয়।
বারবিট ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
বারবিট ট্যাবলেট প্রতিদিন ১টি করে খেতে হবে।
Barbit ট্যাবলেট কিসের ঔষধ?
Barbit ট্যাবলেট সকল মানসিক এবং স্নায়বিক সমস্যার ঔষুধ।
Barbit সম্পর্কে?
- Dosage Form: Tablet
- Generic: ফেনোবারবিটাল
- Strength: 30 and 60 mg
- Unit price: ৳ 1.00.00 30 mg and 1.14 60 mg
- Box price: ৳ 100.00 30 mg and 60 mg ৳114
- Pharma: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।