বায়োফল 5 এর কাজ কি | biofol 5 কিসের ঔষধ

শরীরের রক্তস্বল্পতার কারণে মূলত biofol 5 এই ট্যাবলেট খাওয়া হয়। অর্থাৎ বায়োফল মূলত রক্তস্বল্পতা পূরণের জন্য মানুষকে চিকিৎসকেরা সাজেস্ট করে থাকেন। বায়োফল ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে ফলিনিক এসিড।

বায়োফল 5 এর কাজ কি?

ইহা মূলত শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে রক্তস্বল্পতা প্রতিরোধ করে থাকে। আর এই ওষুধটি মূলত গর্ভাবস্থায় মহিলাদের রক্তস্বল্পতার কারণে সবচেয়ে বেশি পরিমাণ দেওয়া হয়।বায়োফল 5 এর কাজ কিএছাড়া বায়োফল (Biofol 5) নিম্নলিখিত কারণে মূলত সেবন করা করা হয়ে থাকেঃ

  • চুল পড়া সমস্যা থাকলে
  • মেগালব্লাস্টিক এনিমিয়াস
  • বায়োটিনের অভাব থাকলে
  • দুর্বল নখ
  • স্বাস্থ্যকর স্নায়ুতন্ত্র এবং হাড় মজ্জা রক্ষণাবেক্ষণ
  • চুলের ডারমাইটিস হলে
  • স্কিনে এলার্জি হলে

বায়োফল ৫ খাওয়ার নিয়ম?

ডাক্তাররা সাধারণত বায়োফল ৫ ট্যাবলেটটি প্রতিদিন একটি করে ১ থেকে ৩ দিন খাওয়ার নির্দেশনা দেয়। তবে আমরা আপনাকে পরামর্শ দিব, গর্ভাবস্থায় কোন মতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া বায়োফল ৫ সেবন করা যাবে না।

মহিলাদের গর্ভের প্রাথমিক অবস্থায় সাধারণত ভ্রুণ তৈরি হয়। এসময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ খেলে ভ্রুণ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Biofol 5 এর পার্শ্বপ্রতিক্রিয়া?

  • শরীরে এলার্জির পরিমাণ বৃদ্ধি পাওয়া
  • শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে
  • কাঁপুনি ও অজ্ঞান হওয়ার সম্ভাবনা
  • চুলকানি হতে পারে
  • হাত-পা ও মুখ-মণ্ডল লালচে ভাব হয়ে যায়
  • হাত পা কিংবা গলা ফুলে যেতে পারে
  • গ্যাসের সমস্যা হতে পারে

Biofol 5 এর দাম কত?

Biofol 5 এই ট্যাবলেট এর প্রতি পিসের দাম ৯ টাকা। Biofol 5 ট্যাবলেট প্রতিটি পাতার দাম মাত্র ৯০ টাকা। Biofol 5 ট্যাবলেট প্রতিটি প্যাকেটের দাম ২৭০ টাকা।

বায়োফল কিসের ঔষধ?

বায়োফল ৫ হল রক্তস্বল্পতা পূরণের ঔষধ।

বায়োফল ৫ মিঃ গ্রাঃ সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: লিউকোভোরিন [ফলিনিক এসিড]
  • Strength: 5 mg
  • Unit price: ৳ 9.00
  • Box price: ৳ 270.00
  • Pharma: Incepta Pharmaceuticals Ltd

সাবধানতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment