কমেট ৫০০ এর কাজ কি | কমেট ৫০০ কিসের ঔষধ

কমেট হল একটি উচ্চ শর্করারোধী ওষুধ। ইহা টাইপ-২ ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে দেয় ও স্বাভাবিক অবস্থায় খাবার গ্রহণের পর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।কমেট ৫০০ কিসের ওষধকমেট যকৃত কর্তৃক গ্লুকোজের উৎপাদন কমায়, অন্ত্র হতে গ্লুকোজের শোষণ ক্ষমতা হ্রাস করে ও সর্বোপরী টিস্যুর শর্করা গ্রহণ এবং ব্যবহারকে বাড়িয়ে দেয়।

কমেট এর উপাদান মেটফরমিন সালফোনাইল ইউরিয়াগুলোর মতো টাইপ-২ ডায়াবেটিক কিংবা সুস্থ ব্যক্তিদের হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে রক্তে হাইপারইনসুলিনেমিয়া ঘটায় না।

কমেট ৫০০ এর কাজ কি?

কমেট ট্যাবলেট হল স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঔষুধ। এই ট্যাবলেট এর গ্রুপ নাম হল মেটাফরমিন হাইড্রোক্লোরাইড।

কমেট ৫০০ মি.গ্রা. ট্যাবলেট ডায়াবেটিস রোগ প্রতিরোধে কাজ করে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কমেট ট্যাবলেট খেয়ে থাকে।

ইহা সাধারণত ডায়াবেটিস টাইপ ২ রোগীদের জন্য নির্দেশিত হয়ে থাকে। ইহা রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওজন বেশি হলে এই ট্যাবলেট খাওয়া যাবে। কারণ এই ট্যাবলেট খেলে ওজন কমে যায়।

comet 500 খাওয়ার নিয়ম | কমেট ৫০০ খাওয়ার নিয়ম

কমেট ৫০০ মি.গ্রা. ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা comet 500 ট্যাবলেট না খাওয়াই উত্তম। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন ১টি করে এই ট্যাবলেট খেতে হবে।

নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত এই ট্যাবলেটটি খেতে হবে। তারপরে আর খাওয়া যাবে না। তবে বৃদ্ধ ব্যক্তিদের এ ধরনের ট্যাবলেট না খাওয়ানোই উত্তম হবে।

Comet 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া | কমেট ৫০০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

  • মাথা ব্যথা
  • দুর্বলতা
  • পেট ফাঁপা
  • ডায়রিয়া
  • বমি বমি ভাব
  • বদহজম

কমেট ৫০০ কিসের ঔষধ | Comet 500 কিসের ঔষধ

Comet 500 mg ট্যাবলেট হল ডায়াবেটিসের ঔষুধ।

কমেট ৫০০ ট্যাবলেট এর দাম কত?

কমেট ট্যাবলেট এর প্রতি পিস এর মূল্য হল ৪ টাকা।

কমেট ৫০০ মি.গ্রা. খেলে কি ওজন কমে?

কমেন্ট ৫০০ মি.গ্রা. ট্যাবলেট খেলে ওজন কমে।

কমেট ৫০০ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

কমেট ৫০০ ট্যাবলেট প্রতিদিন ২টি খেতে হবে।

কমেট ৫০০ ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

কমেট ৫০০ ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।

স্তনদানকালীন মায়েদের কমেট ৫০০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

কমেট ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাওয়াতে হবে।

কমেট ৫০০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

কমেট ৫০০ ট্যাবলেট গঅভাবস্থায় খাওয়ানো যাবে না।

কমেট ৫০০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

চিকিৎসকের পরামর্শে কমেট ৫০০ মি.গ্রা. খাওয়াতে হবে।

কমেট ৮৫০ মি.গ্রা. খেলে কি ওজন কমে?

কমেট ৮৫০ মি.গ্রা. ট্যাবলেট খেলে ওজন কমে।

কমেট ৫০০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

কমেট ৫০০ মি.গ্রা. ট্যাবলেট খেলে ঘুম হয় না।

Comet 500 mg Tablet সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: মেটফরমিন হাইড্রোক্লোরাইড
  • Strength: 500 mg
  • Unit price: ৳ 6.02.00
  • Box price: ৳ 301.00
  • Pharma: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment