ডোকোপা ২০০ হাঁপানি ও দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার (ফুসফুসের ব্যাধি যাতে ফুসফুসে বাতাসের প্রবাহ বন্ধ থাকে) এর লক্ষণগুলোর চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।ইহা বায়ু প্যাসেজের পেশীগুলোকে শিথিল করতে সাহায্য করে। এইভাবে এটিকে প্রশস্ত করে ও শ্বাস নেওয়া সহজ করে। ডোকোপা ২০০ সন্ধ্যায় খাবারের সাথে নেওয়া যেতে পারে।
তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে ডোকোপা ২০০ মি.গ্রা. গ্রহণ করবেন।
docopa 200 এর কাজ কি?
ডোকোপা ২০০ ট্যাবলেট হল এরিস্টোফার্মা লিমিটেড কোম্পানি একটি ঔষধ। এই ঔষধের গ্রুপ বা জেনেরিক নাম হচ্ছে ডক্সোফাইলিন।
Docopa 200 ট্যাবলেট বিভিন্ন রোগের জন্য নির্দেশিত হয়। নিচে কোন কোন রোগের জন্য আসলে এই ট্যাবলেট টি কাজ করে তা উল্লেখ করা হলঃ
- অ্যাজমা হলে
- হাঁপানি হলে
- সিওপিডি
- বুকে কফ থাকলে
- ব্রঙ্কোস্পাজম
- শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা থাকলে
- ফুসফুসের সমস্যা থাকলে
- অতিরিক্ত কাশি হলে
- শ্বাসকষ্টের সমস্যা হলে
ডোকোপা ২০০ ট্যাবলেট খাওয়ার নিয়ম?
প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ডোকোপা ২০০ মি.গ্রা. ট্যাবলেট প্রতিদিন দুইটি খেতে পারেন। সকালে ১টি খেতে হবে ও রাতে ১টি খেতে হবে। অবশ্যই খাওয়ার পর ভরা পেটে এই ট্যাবলেট সেবন করবেন। আর এজন্য অবশ্যই ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Docopa 200 ট্যাবলেট কিসের ঔষধ?
Docopa 200 mg ট্যাবলেট এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও কাশির প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। এই ট্যাবলেটটি এসকল রোগের জন্য খুবই বেশি কার্যকরী।
Docopa 200 mg ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
ডোকোপা ২০০ ট্যাবলেট সেবন করলে নিচের উল্লেখিত কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারেঃ
- বুকে জ্বালাপোড়া করতে পারে
- পেটে সমস্যা হতে পারে
- তীব্র খিচুনি হতে পারে
- অনিদ্রা হতে পারে
- অধিক হৃদস্পন্দন হতে পারে
- বমি হতে পারে
- বমি বমি ভাব হতে পারে
- মাথা ব্যথা হতে পারে
- উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মৃগী রোগ ও লিভারে অকার্যকর ক্ষমতা রয়েছে এমন রোগীরা এই ট্যাবলেট খুব সাবধানে সেবন করবেন।
ডোকোপা ২০০ ট্যাবলেট খেলে কি ওজন কমে?
ডোকোপা ২০০ ট্যাবলেট ওষুধ খেলে ওজন কমে না।
ডোকোপা ২০০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
ডোকোপা ২০০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
ডোকোপা ২০০ ট্যাবলেট এর দাম কত?
ডোকোপা ২০০ ট্যাবলেট এর দাম ৬ টাকা মাত্র।
Docopa 200 ট্যাবলেট খেলে কি মোটা হয়?
ডোকোপা ২০০ ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় না।
ডোকোপা ২০০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
ডোকোপা ২০০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।
ডোকোপা ২০০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
Docopa 200 mg ট্যাবলেট খেলে ঘুম হয় না।
ডোকোপা ২০০ ট্যাবলেট খাওয়ার আগে না পরে?
Docopa 200 mg ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
স্তনদানকালীন মায়েদের ডোকোপা ২০০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের Docopa 200 mg ট্যাবলেট খাওয়া যাবে না।
Docopa 200 mg ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
Docopa 200 mg ট্যাবলেট প্রতিদিন ২টি খেতে হবে।
ডোকোপা ২০০ সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: Doxofylline
- Strength: 200
- Unit price: ৳ 8.00
- Box price: ৳ 800.00
- Pharma: Aristopharma Limited
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।