ফ্যামোট্যাক ২০ হল একটি অ্যান্টাসিড। ইহা আপনার পেট থেকে উৎপাদিত অ্যাসিডের পরিমাণ হ্রাস করে। এটি পেটে অত্যধিক অ্যাসিডের কারণে অম্বল, বদহজম ও অন্যান্য উপসর্গগুলোর চিকিৎসা ও প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।ইহা পেটের আলসার, রিফ্লাক্স ডিজিজ ও অন্যান্য কিছু বিরল অবস্থার চিকিৎসা ও প্রতিরোধ করতেও ব্যবহার করা হয়।
famotack 20 এর কাজ কি?
ফ্যামোট্যাক ২০ সিরাপ হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হল ফ্যামোটিডিন।
ফ্যামোট্যাক ২০ সিরাপ বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিচে কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে তা দেওয়া হলঃ
- রিফ্লাক্স ইসোফেজিটিস
- জলিনজার ইলিসন সিনড্রম
- ডিওডেনাল আলসার
- গ্যাস্ট্রিক আলসার
- অন্ত্রের উপরের অংশের রক্তক্ষরণ
- তীব্র স্ট্রেস আলসার
- গ্যাস্ট্রিকের কারণে সৃষ্ট যেকোন সমস্যা
ফ্যামোট্যাক ২০ সিরাপ খাওয়ার নিয়ম?
ফ্যামোট্যাক ২০ সিরাপ প্রতি কেজি ওজনের শিশুদের জন্য এক মিলিগ্রাম ঔষধ খাওয়াতে হবে। তবে ওজনের উপর ভিত্তি করে ডোজ কম বেশি হবে। আর এজন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ফ্যামোট্যাক ২০ সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া?
ফ্যামোট্যাক ২০ সিরাপ সেবন করলে সাধারণত নিচের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায়ঃ
- বমি বমি ভাব
- কোষ্ঠকাঠিন্য
- ডায়রিয়া
- মুখ শুষ্কতা
- উচ্চ রক্তচাপ
- মাথা ব্যথা
- ক্ষুধামন্দা
- মাথা ঘোরা
- ঝিন ঝিন ভাব
- ট্যাকিকার্ডিয়া
ফ্যামোট্যাক ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম?
Famotack 20 ট্যাবলেট ২০ মি.গ্রা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুইটি করে সেবন করতে হয়। ইহা খাওয়ার পরে সেবন করতে হয়। ১ জন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
ফ্যামোট্যাক ২০ খেলে কি মোটা হয়?
ফ্যামোট্যাক ২০ মানুষ মোটা হয় না।
ফ্যামোট্যাক ২০ কিসের ঔষধ?
ফ্যামোট্যাক ২০ গ্যাস্ট্রিক আলসারের ঔষধ।
ফ্যামোট্যাক ২০ ট্যাবলেট এর দাম কত?
ফ্যামোট্যাক ২০ ১টি ট্যাবলেট এর দাম হল ২ টাকা মাত্র।
ফ্যামোট্যাক ২০ সিরাপ এর দাম কত?
ফ্যামোট্যাক ২০ সিরাপ এর দাম হল ৫০ টাকা (৫০মি.লি.)।
ফ্যামোট্যাক ২০ খেলে কি ওজন কমে?
ফ্যামোট্যাক ২০ খেলে ওজন কমে না।
Famotack 20 খেলে কি ঘুম হয়?
Famotack 20 খেলে ঘুম হয় না।
ফ্যামোট্যাক ২০ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
ফ্যামোট্যাক ২০ ট্যাবলেট প্রতিদিন দুইটি খেতে হবে।
Famotack 20 খাওয়ার আগে না পরে?
Famotack 20 খাওয়ার পরে ভরা পেটে খেতে হবে।
স্তনদানকালীন মায়েদের ফ্যামোট্যাক ২০ খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের Famotack 20 খাওয়া যাবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
ফ্যামোট্যাক ২০ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
ফ্যামোট্যাক ২০ গর্ভাবস্থায় খাওয়ানো যাবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে খেতে হবে।
ফ্যামোট্যাক ২০ সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: ফ্যামোটিডিন
- Strength: 20
- Unit price: ৳ 2.00
- Box price: ৳ 400.00
- Also available strength :40 mg/5 ml40 mg
- Pharma: Square Pharmaceuticals Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।