প্রাথমিক চিকিৎসা কি | প্রাথমিক চিকিৎসা বাক্সে কি কি থাকে

Table of Contents

প্রাথমিক চিকিৎসার ইংরেজি কি?

প্রাথমিক চিকিৎসা ইংরেজি হল (First aid)।

প্রাথমিক চিকিৎসা কি?

ডাক্তার আসার পূর্বে বা রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে স্থানান্তরিত করার পূর্বে আকস্মিক অসুস্থতা বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জরুরী ভিত্তিতে যে চিকিৎসা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়।

প্রাথমিক চিকিৎসা কাকে বলে?

যেকোনো আকস্মিক দুর্ঘটনায় প্রাথমিকভাবে হাতের কাছের জিনিস দ্বারা রোগীকে চিকিৎসা করা যাতে ডাক্তার আসার পূর্বে রোগীর অবস্থার অবনতি না ঘটে কিংবা জটিলতা সৃষ্টি না হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলা হয়।

প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য?

  • রোগীর জীবন রক্ষা করা।
  • রোগীর অবস্থার অবনতি রোধ করা।
  • রোগীর অবস্থার উন্নতি করা।

ফার্স্ট এইড বক্স কি?

কলকারখানা কিংবা অফিস আদালতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ পত্রসহ ১টি বক্স সাজিয়ে রাখা থাকে, তাকেই ফার্স্ট এইড বক্স বলে।

ফার্স্ট এইড বক্সের প্রয়োজনীয়তা?

আকস্মিক কোন দূর্ঘটনা কিংবা অসুস্থতার ক্ষেত্রে হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়ার জন্য প্রেরনের পূর্ব মুহুর্তে জীবন রক্ষা বা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি রোধ করার জন্য তাৎক্ষনিক যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, তাকেই প্রাথমিক চিকিৎসা বা ফার্ষ্ট এইড চিকিকিৎসা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।প্রাথমিক চিকিৎসা কিকার্যক্ষেত্রে বিশেষত অফিস আদালত, শিল্প কলকারখানায় এ ধরনের ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা খুবই অপরিহার্য। আর প্রাথমিক চিকিৎসা সরঞ্জমাদীগুলো ফার্স্ট এইড বক্সে রাখা হয়।

যে জিনিস সমুহ প্রাথমিক চিকিৎসা বক্সে থাকতে হবে?

  • এন্টিসেপ্টিক টিস্যু
  • গোলাকার টিপস সহ ধারালো সেফটি পিন
  • সুচ, হ্যান্ড স্যানিটাইজার
  • তুলা, উল ও এন্টিসেপ্টিক টিস্যুর সাথে ব্যবহৃত এন্টিসেপ্টিক লোশন
  • মাসল ক্রিম এবং স্প্রে
  • ট্যাবুলার গেজ ব্যান্ডেল
  • আঙ্গুলের যখমের জন্য
  • আঠালো ব্যান্ডেজ/ টেপ
  • ইলাস্টিক র‌্যাপ
  • বিভিন্ন সাইজের ব্যান্ডেজ
  • প্লাস্টার রোল
  • বাটারফ্লাই ব্যান্ডেজ
  • ত্রিভুজীয় ব্যাে
  • স্টেরাইল গজ এবং টেপ
  • ব্যথা নাশক
  • জীবানুমুক্ত ক্রিম এবং লোশন যেমনঃ ডেটল, স্যাভলন
  • ফাংগাল মেডিসিন-এন্টি ফাংগাল ক্রিম
  • ডিজিটাল থার্মোমিটার ও জ্বরের ওুষধ যেমনঃ মৌলিক প্যারাসিটামল
  • পেট্রোলিয়াম জেলি
  • ক্যালামাইন লোশন
  • এ্যলোভেরা জেল
  • এন্টিহিস্টামিন যেমনঃ এ্যালার্জি দূরীকারক
  • ফ্লাশ লাইট অথবা পেন টর্চ

প্রাথমিক চিকিৎসা পথনির্দেশক নীতি?

  • ভবিষ্যতে আসন্ন আঘাত বা ইনজুরি রোধ করা।
  • জীবনের সুরক্ষা
  • সুস্বাস্থ কিংবা আরোগ্য বৃদ্ধি বা উন্নতি করা

ফার্স্ট এইড বক্সে কি কি থাকে?

ফার্স্ট এইড বক্সে সংরক্ষিত প্রয়োজনীয় সরঞ্জমাদীর নাম ও ব্যবহার নিচে দেওয়া হলঃ

ছোট আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ

ছোট কাটা বা ক্ষতস্থানে ঢেকে রাখতে ছোট আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ ব্যবস্থা করা হয়।

মাঝারী আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ

মাঝারি আকারের কাটা কিংবা ক্ষতস্থানে ঢেকে রাখতে ইহা ব্যবহার করা হয়।

৩. বড় আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ

বড় আকারের কাটা কিংবা ক্ষতস্থানে ঢেকে রাখতে ইহা ব্যবহার করা হয়। যাতে করে ময়লা এবং জীবানু ক্ষতস্থানে প্রবেশ করতে না পারে।

৪. বড় আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ (পোড়ার ক্ষেত্রে)

সকল ধরনের পোড়ার ক্ষেত্রে ইহা ব্যবহার করার প্রয়োজন হয়না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে বড় আকারের জীবানুমুক্ত ব্যান্ডেজ ব্যবহার করা হয়। যেমনঃ শরীরের কোন অংশ বড় আকারে পুড়ে গেলে।

(১/২) আউন্স জীবানুমুক্ত তুলা

ক্ষত স্থানে জীবানু নাশক প্রয়োগ এবং ক্ষতস্থানকে পরিষ্কার করা হয়।

২% আয়োডিন এলকোহলিক দ্রবণ

দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণনীয় জীবানু বিনাশকারী দ্রবণ। যা অপরিষ্কার হাতকে জীবানুমুক্ত করে থাকে। এছাড়াও অক্ষত ত্বককে জীবানুমুক্ত করার কাজে ইহা ব্যবহার করা যেতে পারে।

৪ ইঞ্চি চওড়া রোলার ব্যান্ডেজ

মচকে যাওয়া ও ভেঙ্গে যাওয়া স্থানে শক্তভাবে বাঁধানোর কাজে ৪ ইঞ্চি  চওড়া রোলার ব্যান্ডেজ ব্যবহার করা হয়। যাতে করে রোগী খারাপের দিকে যেতে না পারে।

২ ইঞ্চি চওড়া রোলার ব্যান্ডেজ

ইহাজীবানু মুক্ত গজ যা ক্ষত স্থানকে ঢেকে রাখতে ব্যবহার করা হয়।

এডহেসিভ প্লাষ্টার

ক্ষত স্থানের উপর ব্যান্ডেজকে আটকিয়ে রাখতে এডহেসিভ প্লাষ্টার ব্যবহার করা হয়।

ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ

হাতের কনুই ভেঙ্গে গেলে বা মচকে গেলে ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ ব্যবহার করা হয়।

সেফটি পিন

রাবার ব্যান্ডেজের ক্ষেত্রে সেফটি পিন ব্যবহার করা হয়।

সার্জারিক্যাল কাঁচি

প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপকরণাদি কাটার জন্য সার্জারিক্যাল কাঁচি ব্যবহার করা হয়।

সার্জারিক্যাল হ্যান্ড গ্লাভস

কাটা ছিড়া সেলাই এবং রক্ত পরিষ্কার করার জন্য সার্জারিক্যাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়।

ইলাষ্টিক/ওয়ান টাইম ব্যান্ডেজ

জীবানু থেকে রক্ষা পাওয়ার জন্য ইলাস্টিক বা ওয়ান টাইম ব্যান্ডেজ ব্যবহার কর হয়।

নিক্স মলম

মাথা ব্যাথার উপশম হিসেবে নিক্স মলম ব্যবহার করা হয়।

এন্টাসিড ট্যাবলেট

গ্যাস্ট্রিকের ব্যাথা অনুভব হলে এন্টাসিড ট্যাবলেট খেতে হবে।

প্রচারপত্র

আহত কিংবা অসুস্থ হলে করনীয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেওয়া।

বাঁশের / কাঠের চটি

ভেঙ্গে যাওয়া কিংবা মচকে যাওয়া স্থানে বাঁশের চটি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হয়।

খাবার স্যালাইন

অতিরিক্ত ঘাম কিংবা পাতলা পায়খানার দ্বারা পানি শূন্যতা দেখা দিলে খাবার স্যালাইন খেতে হবে।

হেক্সিসল

হাত এবং অক্ষত ত্বকের উপরে ব্যবহার করা হয় হেক্সিসল।

গজের টুকরা

ক্ষত স্থানে জীবানু নাশক প্রয়োগে গজের টুকরা ব্যবহার করা হয়।

সিল ক্রিম / বার্ণ ক্রিম

পুড়ে যাওয়া অংশে লাগানো জন্য সিল বা বার্ণ ক্রিম ব্যবহার করা হয়।

স্যাভলন ক্রিম

ক্ষত স্থানের রক্ত ক্ষরণ বন্ধ করার জন্য স্যাভলন ক্রিম ব্যবহার করা হয়।

টর্নিকুয়েট

রক্তপাত বন্ধ করার উপকরণ হিসেবে টর্নিকুয়েট ব্যবহার করা হয়।

পভিসেফ

ক্ষত স্থানকে জীবানু মুক্ত করার জন্য পভিসেফ ব্যবহার করা হয়।

রেক্টিফাইড স্প্রিট

রক্ত বন্ধ করার জন্য ও ক্ষত স্থানকে পরিষ্কার করার ক্ষেত্রে রেক্টিফাইড স্প্রিট ব্যবহার করা হয়।

আই ওয়াশ

চোখ পরিষ্কার করার জন্য আই ওয়াশ ব্যবহার করা হয়।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment