হেলফিট ট্যাবলেট হল একটি স্টেরয়েড মিশ্রিত ট্যাবলেট। এই ট্যাবলেটটি মুখের রুচি বাড়াতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও এই ট্যাবলেট আপনাকে স্বাভাবিক মাত্রায় মোটা হতে সাহায্য করে।তবে অন্য সকল ঔষধের মতো এই হেলফিট ট্যাবলেট এর কিছু উপকারীতা ও অপকারিতা রয়েছে। চলুন একনজরে জেনে নেওয়া যাকঃ
হেলফিট ট্যাবলেট এর কাজ কি | হেলফিট ট্যাবলেট এর উপকারিতা
হেলফিট ট্যাবলেট হল বোটানি ল্যাবরেটরীজ ইউনানী কোম্পানির একটি ওষুধ। Helfit Tablet ট্যাবলেটটি মূলত রুচিবর্ধক ও হজমীকারক হিসেবে কাজ করে থাকে। হেলফিট ট্যাবলেট সেবন করলে নিম্নে উল্লেখিত উপকারিতা সমূহ পাওয়া যায়ঃ
- স্বাস্থ্যের উন্নতি হবে
- ক্ষুধা বৃদ্ধি পাবে
- ওজন দ্রুত বৃদ্ধি পাবে
- পেট ফাঁপা সমস্যা দূর করে থাকে
- পরিপাকতন্ত্রের সমস্যা দূর করে থাকে
- মুখের রুচি বৃদ্ধি পাবে
- রক্তস্বল্পতা দূর করে থাকে
- দুর্বলতা থাকলে দূর হয়ে যাবে
- বদহজম সমস্যা হলে
হেলফিট ট্যাবলেট খাওয়ার নিয়ম?
হেলফিট ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন সকালে একটি এবং রাতে একটি করে সেবন করতে হবে। প্রথম ১৫ দিন সেবন করার পর প্রতিদিন একটি করে সেবন করতে হবে।
কয়েকদিন এক বেলা করে খাওয়ার পর এরপর আপনারা চাইলে ১ থেকে ২ দিন পর পর একটি করে হেলফিট ট্যাবলেট খেতে পারেন। এভাবে আপনি ৪৫ দিন থেকে ৬০ দিন পর্যন্ত এই ট্যাবলেট সেবন করতে পারবেন।
প্রতিবার এই ট্যাবলেট সেবন করার পূর্বে অবশ্যই পেট ভরে খাওয়া দাওয়া করতে হবে। খালি পেটে এ ধরনের ওষুধ খাওয়া যাবে না।
হেলফিট খেলে কি হয়?
হেলফিট ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় ও ওজন দ্রুত বৃদ্ধি পায়। কারণ এই ট্যাবলেট খেলে খাবার খাওয়ার রুচি বৃদ্ধি পায় ও পরিপাকতন্ত্রের সকল সমস্যা দূর হয়ে যায়।
হেলফিট খেলে কি ক্ষতি হয়?
হেলফিট ট্যাবলেট খেলে নানা ধরনের ক্ষতি হতে পারে। কারণ ইহা একটি স্টেরয়েড জাতীয় ঔষধ। যদিও বলা হয়ে থাকে যে ইহা হারবাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। যেসব ক্ষতি হতে পারে তা নিম্নে উল্লেখ করা হলঃ
- কিডনির ক্ষতি
- ফুসফুসের ক্ষতি
- মুখের ত্বকের ক্ষতি
হেলফিট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া | হেলফিট ট্যাবলেট এর অপকারিতা
হেলফিট ট্যাবলেট সেবন করলে মারাত্মক কিছু পার্শপ্রতিক্রিয়া দেখা যায়। হেলফিট ট্যাবলেট সেবন করলে যেসব অপকারিতা দেখা দিতে পারে তা নিচে উল্লেখ করা হলঃ
- মুখে ব্রণ উঠতে পারে
- শরীরে পানি জমে যাবে
- এলার্জি সমস্যা হতে পারে
- খাওয়া বাদ দিলে ওজন কমে যাবে
- ফুসফুসে পানি জমতে পারে
- কিডনি ঠিকমত কাজ করে না
- কিডনি নষ্ট হয়ে যেতে পারে
হেলফিট খেলে কি সমস্যা হয়?
হেলফিট ট্যাবলেট খেলে নানা রকম সমস্যা হতে পারে। কারণ এটি স্টেরয়েড জাতীয় ঔষধ। যদিও বলা হয়ে থাকে হারবাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তবে এ ট্যাবলেট সেবন করলে যেসকল সমস্যা হতে পারে তা নিম্নে উল্লেখ করা হলঃ
- কিডনি সমস্যা
- ফুসফুস সমস্যা
- এলার্জি সমস্যা
- ব্রণ সমস্যা
হেলফিট ট্যাবলেট কিসের ঔষধ?
হেলফিট ট্যাবলেট হল মোটা হওয়ার ঔষধ।
হেলফিট ট্যাবলেট এর দাম কত?
হেলফিট ৩০টি ট্যাবলেট এর দাম ৩৩০ টাকা মাত্র।
হেলফিট খেলে কি মোটা হয়?
হেলফিট ট্যাবলেট খেলে মানুষ মোটা হয়।
হেলফিট ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
Helfit Tablet খেলে ঘুম হয় না।
স্তনদানকালীন মায়েদের হেলফিট ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের হেলফিট ট্যাবলেট খাওয়া যাবে না।
Helfit Tablet গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
হেলফিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
Helfit Tablet শিশুদের খাওয়ানো যাবে কিনা?
Helfit Tablet শিশুদের খাওয়ানো যাবে না।
হেলফিট ট্যাবলেট খেলে কি ওজন কমে?
Helfit Tablet ওষুধ খেলে ওজন কমে না।
Helfit Tablet প্রতিদিন কয়টি খেতে হবে?
Helfit Tablet প্রতিদিন ২টি করে খেতে হবে।
Helfit Tablet খাওয়ার আগে না পরে?
হেলফিট ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
Helfit Tablet সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: Unani laboratories
- Strength: 125 mg
- Unit price: ৳ 11.00
- Box price: ৳ 330.00
- Pharma: Unani laboratories