লরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম অনেকে জানেন না। লরিস প্লাস লোশন চুলকানি ও স্ক্যাবিসের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই লোশনটি ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করতে হয়?এটা যদি সঠিকভাবে না জানেন তাহলে সেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকের পোস্টে লরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম ও লরিক্স প্লাস লোশন এর কাজ কি এই নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ
লরিক্স প্লাস এর কাজ কি?
লরিক্স প্লাস লোশন টি চুলকানির চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। চুলকানির জনিত বিভিন্ন সমস্যার কারণে ডাক্তার রোগীদেরকে এই ঔষধ টি ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে।
লরিক্স প্লাস লোশনটি ত্বকের যত্নে খুবই কার্যকারী একটি ঔষধ। এই ওষুধটির সঠিক ব্যবহারে খুবই অল্প সময়ের মধ্যে চুলকানি ও স্ক্যাবিসের মত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
লরিপ্লাস লোশন ব্যবহারের নিয়ম?
অনেকেই লরিক্স প্লাস লোশন ব্যবহারের সঠিক নিয়ম জানেন না। যার ফলে সঠিক কার্যকারিতা পান না। গরম পানি দিয়ে গোসল করার পর তাৎক্ষণিকভাবে লরিক্স প্লাস লোশন ব্যবহার করা উচিত।
সমস্ত শরীরের উপরিভাগে লরিক্স প্লাস লোশন ব্যবহার করতে হবে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী লরিক্স প্লাস লোশন ব্যবহার করা উচিত। তাহলে খুবই অল্প সময়ের মধ্যে ভালো কার্যকারিতা পাওয়া সম্ভব হবে।
লরিক্স প্লাস লোশন এর পার্শ্বপ্রতিক্রিয়া?
যেহেতু চুলকানি ও স্কাবিশ এর সমস্যায় লরিক্স প্লাস লোশন ব্যবহার করা হয়ে থাকে তাই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শে এই ওষুধটি ব্যবহার করতে হবে।
কেননা শরীরের অনেক ধরনের চুলকানি বা পাচড়ার সমস্যা দেখা দিতে পারে সব ক্ষেত্রে যে এই লোশন টি কাজ করবে তা কিন্তু নয়।
যদি সঠিক রোগ ভেদে ঔষধটি প্রয়োগ করা না যায় তাহলে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনোভাবেই এই লোশনটি ব্যবহার করা উচিত হবে না।
লরিক্স প্লাস লোশন এর দাম?
অনেকেই লরিক্স প্লাস লোশন এর দাম কত বা লরিক প্লাস লোশন কত টাকায় পাওয়া যায় এই বিষয়ে প্রশ্ন করে থাকেন। বর্তমানে লোরিক্স প্লাস ৬০ এম এল এর যে লোশনটি পাওয়া যাচ্ছে তার দাম নেওয়া হচ্ছে ১১০ টাকা। অনলাইনের মাধ্যমে খুব সহজেই এই লোশনটি পাওয়া যাচ্ছে।
শেষ কথা, আশা করি আজকের পোস্টটি যারা পড়েছেন তারা লরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম ও লরিক্স প্লাস লোশন এর কার্যকারিতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
তারপরেও যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা পোস্টটি পড়ে কোন কিছু সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন । ধন্যবাদ।