মোনাস ১০ হচ্ছে একটি প্রেসক্রিপশনের ওষুধ। যা হাঁপানি প্রতিরোধে ও অ্যালার্জির লক্ষণ যেমনঃ হাঁচি ও সর্দির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। মোনাস ১০ শ্বাসনালীতে প্রদাহ কমায় ও শ্বাস প্রশ্বাস সহজ করে।
মোনাস ১০ খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে। তবে ভাল ফলাফল পেতে মোনাস ১০ প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে পারেন৷
monas 10 এর কাজ কি?
মোনাস ১০ হল একমি ল্যাবরেটরীজ লিমিটেড কোম্পানির একটি ঔষধ। এই ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে মন্টিলুকাস্ট সোডিয়াম। বর্তমানে মোনাস ট্যাবলেট বাজারে ৪, ৫ ও ১০ মিলিগ্রাম আকারে পাওয়া যায়।ইহা বাংলাদেশের একটি বহুল পরিচিত ওষুধ। মোনাস ১০ ট্যাবলেটটি বিভিন্ন উপসর্গ এবং রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। নিম্নে তা উল্লেখ করা হলঃ
- শ্বাসকষ্ট হলে
- কাঁশি হলে
- রাইনেটিস এলার্জি হলে
- অ্যাজমা হলে
- বুকের ভেতর শব্দ হলে
মোনাস ১০ খাওয়ার নিয়ম?
মোনাস ১০ ট্যাবলেট দীর্ঘদিন সেবন করতে হয়। প্রতিদিন রাতে খাওয়ার পরে এই ট্যাবলেট সেবন করা ভাল। ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের জন্য monas 4 mg ট্যাবলেট খাওয়াতে হবে।
ছয় বছর থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের জন্য monas 5 mg ট্যাবলেট খাওয়াতে হবে। এবং ১৫ বছরের অধিক বয়সীদের জন্য monas 10 mg ট্যাবলেট খাওয়াতে হবে। সকল বয়সের রোগীদের প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাওয়াতে হবে।
রাতে খাওয়ার পরে ভরা পেটে এই ট্যাবলেট খাওয়া ভাল। তবে খাওয়ার আগে ও পরে যেকোন সময় এ ওষুধটি খাওয়া যাবে। monas 10 এর ট্যাবলেটটি সাধারণত ১৫ দিন থেকে ২-৩ মাস পর্যন্ত সেবন করা হয়।
তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন। নতুবা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া?
মোনাস ১০ ট্যাবলেট ওভারডোজের কারণে কখনো কখনো বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মোনাস ১০ ট্যাবলেট সেবন করলে নিম্নে উল্লেখিত সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারেঃ
- ঘুমের ব্যাঘাত ঘটতে পারে
- কারো কারো আবার পেটে ব্যথা দেখা দিতে পারে
- শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে
- কখনো কখনো বমি বমি ভাব হতে পারে
- মাথা ব্যথা হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- উদাসীনতা দেখা দিতে পারে
- তৃষ্ণাবোধ হতে পারে
- জ্বর আসতে পারে
- কারো কারো আবার পেশি ব্যাথা হতে পারে
মোনাস ১০ ট্যাবলেট খেলে কি ওজন কমে?
মোনাস ১০ ট্যাবলেট খেলে ওজন কমে না।
মোনাস ১০ কি এন্টিবায়োটিক?
মোনাস ১০ ট্যাবলেট কোন এন্টিবায়োটিক ঔষধ নয়।
মোনাস ১০ ট্যাবলেট এর দাম কত?
প্রতি পিস মোনাস ৪ মি.গ্রাম. ট্যাবলেট এর দাম হল ৭ টাকা। এবং প্রতি পিস মোনাস ৫ মি.গ্রা. ট্যাবলেট এর দাম হল ৯ টাকা। প্রতি পিস মোনাস ১০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম ১৬ টাকা।
Monas 10 ট্যাবলেট খাওয়ার আগে না পরে?
মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার আগে এবং পরে যেকোন সময় খাওয়া যায়।
স্তনদানকালীন মায়েদের মোনাস ১০ ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে মোনাস ১০ খাওয়া যেতে পারেন।
মোনাস ১০ ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
ছয় মাসের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না।
মোনাস ১০ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে।
Monas 10 ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
মোনাস ১০ ট্যাবলেট খেলে ঘুম হয়।
Monas 10 ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
Monas 10 ট্যাবলেট প্রতিদিন ১টি খেতে হবে।
মোনাস ১০ কিসের ঔষধ?
মোনাস ১০ এজমা বা হাঁপানি এবং এলার্জির একটি কার্যকরী ঔষধ।
monas 10 সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: মন্টিলুকাস্ট সোডিয়াম
- Strength: 10 mg
- Unit price: ৳ 16.00
- Box price: ৳ 480.00
- Pharma: ACME Laboratories Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।