নাপা এক্সটেন্ড হল বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এর গ্রুপ বা জেনেরিক নাম হল প্যারাসিটামল। নাপা এক্সটেন্ড ট্যাবলেট হালকা অ্যালেনেজিক হিসাবে শ্রেণীবদ্ধ ও জ্বরের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।ইহা মাথা ব্যথা, আর্থথ্রিটিস ও দাঁত ব্যথা ইত্যাদি উপশম করতে ব্যবহার করা হয়। নাপা এক্সটেন্ড জ্বর এর কারণে সৃষ্ট শরীরের ব্যথা হ্রাস করে।
নাপা এক্সটেন্ড এর কাজ কি?
নাপা এক্সটেন্ড বিভিন্ন ধরনের ব্যথার বিরুদ্ধে কাজ করে। নিচে এর কিছু কাজ উল্লেখ করা হলঃ
- জ্বর
- সর্দি জ্বর
- দাঁতে ব্যথা
- কানে ব্যথা
- ইনফ্লুয়েঞ্জা
- মাথা ব্যথা
- শরীর ব্যথা
- স্নায়ু প্রদাহজনিত ব্যথা
- ঋতুস্রাবজনিত ব্যথা
- মচকে যাওয়া ব্যথা
- অস্ত্রোপচার পরবর্তী ব্যথা
- প্রসব পরবর্তী ব্যথা
- অন্ত্রে ব্যথা
- পিঠে ব্যথা
- প্রদাহজনিত ব্যথা
- শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী।
নাপা এক্সটেন্ড খাবার নিয়ম?
প্রাপ্তবয়স্কদের জন্য
- ৫০০ মিলিগ্রাম ১টি ট্যাবলেট প্রতি ৪ থেকে ৬ ঘন্টায়।
- ৫০০ মিলিগ্রাম ২ টি ট্যাবলেট প্রতি ৬ ঘন্টায়।
- ৬৬৫ মিলিগ্রাম ২টি ট্যাবলেট প্রতি ৬ থেকে ৮ ঘন্টায়। (১২ বছরের বেশি বয়সী জন্য)।
সিরাপ ও সাসপেনশন
প্রাপ্তবয়স্ক
৪ থেকে ৮ চা চামচ প্রতিদিন ৩ থেকে ৪ বার।
শিশু
- ৩ মাস থেকে ১ বছরের শিশুর জন্য ১/২ থেকে ১ চা চামচ প্রতিদিন তিন থেকে চার বার।
- ১ থেকে ৫ বছরের শিশুর জন্য
- এক থেকে দুই চা চামচ প্রতিদিন ৩ থেকে ৪ বার।
- ৬ থেকে ১২ বছরের শিশুর জন্য
- দুই থেকে চার চা চামচ প্রতিদিন ৩ থেকে ৪ বার।
পেডিয়াট্রিক ড্রপ
- ০ থেকে ৩ মাস বয়স পর্যন্ত ০.৫ মিলি প্রতিদিন ৪ বার।
- ৪ থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১.০ মিলি প্রতিদিন ৪ বার।
- ১ থেকে ২ বছর বয়স পর্যন্ত ১.৫ মিলি প্রতিদিন ৪ বার।
সাপোজিটরি
প্রাপ্তবয়স্ক
৫০০-১০০০মিঃ গ্রাঃ প্রতিদিন ২ থেকে ৩ বার।
৬-১২ বছরের মধ্যে শিশু
২৫০-৫০০ মিলিগ্রাম প্রতিদিন ২ থেকে ৩ বার।
৫ বছরের কম বয়সী শিশু
১২৫-২৫০ মিলিগ্রাম প্রতিদিন ২ থেকে ৩ বার। প্রাপ্তবয়স্ক ও শিশুরা (১২ বছর বা তার বেশি বয়সী)। প্রয়োজন অনুযায়ী প্রতি ৪ থেকে ৬ ঘণ্টায় ১ থেকে ২টি ট্যাবলেট সেবন করতে পারবেন। ২৪ ঘন্টার মধ্যে কখনো ৮টির বেশি ট্যাবলেট গ্রহণ করা যাবে না।
নাপা এক্সটেন্ড ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
অনুমােদিত মাত্রায় ইহা সেবন পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তবে কিছু কিছু সময় ত্বকের বিভিন্ন সংক্রমণ যেমনঃ আর্টিকেরিয়া দেখা দিতে পারে।
বি:দ্রঃ
প্যারাসিটামল ট্যাবলেট খাবারের সাথে কিংবা খাবার ছাড়া মুখে খাওয়াতে হবে। এ ট্যাবলেট গুঁড়ো করা উচিত নয়।
নাপা এক্সটেন্ড গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
নাপা এক্সট্রা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে। তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
স্তনদানকালীন মায়েদের নাপা এক্সটেন্ড খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের নাপা এক্সটেন্ড ট্যাবলেট খাওয়া যাবে।
নাপা এক্সটেন্ড খাওয়ার আগে না পরে খেতে হয়?
নাপা এক্সটেন্ড খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হয়।
নাপা এক্সটেন্ড শিশুদের খাওয়ানো যাবে কিনা?
নাপা এক্সটেন্ড শিশুদের খাওয়ানো যাবে না। নাপা এক্সটেন্ড ট্যাবলেট যদি শিশুকে খাওয়াতে চান তাহলে, অবশ্যই তার বয়স ১২ বছরের ঊর্ধ্বে হতে হবে।
নাপা এক্সটেন্ড কোন কোম্পানির ঔষধ?
নাপা এক্সটেন্ড হল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ঔষুধ।
নাপা এক্সটেন্ড ৫০০ মি.গ্রা. এর দাম কত?
এক্সটেন্ড ট্যাবলেট এর দাম প্রতি পিস ১৪.২ টাকা।
নাপা এক্সটেন্ড প্রতিদিন কয়বার খেতে হবে?
নাপা এক্সটেন্ড ট্যাবলেট প্রতিদিন ৩ থেকে ৪ খেতে হবে। প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
নাপা এক্সটেন্ড ট্যাবলেট বেশি খেলে কি হয়?
নাপা এক্সটেন্ড ট্যাবলেট বেশি দিন খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়বে।
খালি পেটে নাপা এক্সটেন্ড খেলে কি হয়?
খালি পেটে নাপা এক্সটেন্ড খাওয়া যাবে না। খালি পেটে নাপা এক্সটেন্ড খেলে মারাত্মক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
নাপা এক্সটেন্ড কি এন্টিবায়োটিক?
নাপা এক্সটেন্ড হল 665 mg (paracetamol)। ইহা এন্টিবায়োটিক নয়।
নাপা এক্সটেন্ড খেলে কি ঘুম হয়?
নাপা এক্সটেন্ড ট্যাবলেট খেলে ঘুম হয় না।
নাপা এক্সটেন্ড খেলে কি ওজন কমে যায়?
নাপা এক্সটেন্ড ট্যাবলেট খেলে ওজন কমে না।
নাপা এক্সটেন্ড সম্পর্কে?
- Dosage Form: Tablet
- Generic: প্যারাসিটামল
- Strength: 665 mg
- Unit price: ৳ 1.51.00
- Box price: ৳180.00
- Pharma: Beximco Pharmaceuticals Ltd
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।