নাপা সিরাপ খাওয়ার নিয়ম | নাপা ট্যাবলেট এর কাজ কি

নাপা ট্যাবলেট ও সিরাপ বাংলাদেশের একটি বহুল প্রচলিত ওষুধ। নাপা এমন একটি সুলভ ঔষুধ যা সচরাচর জ্বর ও ব্যথার উপশমে সেবন করা হয়।

Table of Contents

নাপা ট্যাবলেট এর কাজ কি | Napa Tablet এর কাজ কি | নাপা ট্যাবলেট খেলে কি হয়

নাপা হল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঔষধ। এই ঔষুধের জেনেরিক নাম বা গ্রুপ নাম হল প্যারাসিটামল।নাপা সিরাপ খাওয়ার নিয়মনাপা সিরাপ বা ট্যাবলেট বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে।কোন কোন রোগ বা সমস্যার ক্ষেত্রে নাপা খেতে পারেন তা নিচে উল্লেখ করা হলঃ

  • হালকা জ্বর
  • ইনফ্লুয়েঞ্জা
  • কানে ব্যথা
  • পিঠে ব্যথা
  • বাতজনিত ব্যথা
  • অস্টিওআথ্রাইটিসজনিত ব্যথা
  • অস্থিসংযোগ সমূহের অনমনীয়তায়
  • দাঁত ব্যথা
  • মাথা ব্যথা
  • আর্থরাইটিস
  • পেটে ব্যথা
  • সর্দি জ্বর
  • অস্ত্রোপচার পরবর্তী ব্যথা
  • প্রসব পরবর্তী ব্যথা
  • প্রদাহজনিত ব্যথা
  • শিশুদের টিকা পরবর্তী ব্যথায়
  • শরীর ব্যথা
  • স্নায়ু প্রদাহজনিত ব্যথা
  • ঋতুস্রাবজনিত ব্যথা
  • মচকে যাওয়া ব্যথা
  • অন্ত্রে ব্যথা ইত্যাদি।

নাপা খাওয়ার নিয়ম | বড়দের নাপা সিরাপ খাওয়ার নিয়ম

প্রতিদিন ৩ থেকে ৪ বার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নাপা সিরাপ সেবন করতে হবে। প্রতিবার ৪ থেকে ৮ চা চামচ সেবন করতে হবে। খাওয়ার পর ভরাপেটে এ সিরাপ সেবন করতে হবে।

শিশুদের নাপা সিরাপ খাওয়ার নিয়ম?

৩ মাসের কম বয়সী শিশুদের প্রতিদিন ৩ থেকে ৪ বার ১০ মি.গ্রা. নাপা সিরাপ খাওয়াতে হবে। তবে কোন শিশুর যদি জন্ডিস থাকে, তাহলে তাকে ৫ মি.গ্রা. এর নাপা সিরাপ প্রতিদিন ৩ থেকে ৪ বার সেবন করাতে হবে।

বাচ্চাদের নাপা সিরাপ খাওয়ার নিয়ম?

১ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন ৩ থেকে ৪ বার ১ থেকে ২ চা চামচ নাপা সিরাপ খাওয়াতে হব। ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন ৩ থেকে ৪ বার ২ থেকে ৪ চা চামচ নাপা সিরাপ খাওয়াতে হবে।

নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম?

প্রাপ্তবয়স্করা প্রতিদিন সর্বোচ্চ ৮টি ট্যাবলেট সেবন করতে পারবেন। তবে প্রতিবার সর্বোচ্চ ১ থেকে ২টি ট্যাবলেট সেবন করা যাবে।

প্রতি ৪ থেকে ৬ ঘন্টা পর পর এ ট্যাবলেট সেবন করতে হবে। অর্থাৎ প্রতিদিন ৪ থেকে ৬ বার নাপা ট্যাবলেট সেবন করা যাবে।

নাপা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া | নাপা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

নাপা সিরাপ ও ট্যাবলেট সেবনে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে কারও কারও ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, ফুসকুড়ি ও এলার্জির সমস্যা দেখা দিতে পারে।

Napa Tablet কিসের ঔষুধ | নাপা ট্যাবলেট কিসের ঔষুধ | নাপা কিসের ঔষুধ

নাপা সাধারণত হালকা জ্বর ও ব্যথানাশক ওষুধ হিসেবে খাওয়া হয়।

নাপা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

নাপা সিরাপ বা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে। তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

স্তনদানকালীন মায়েদের নাপা খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের নাপা সিরাপ বা ট্যাবলেট খাওয়া যাবে।

নাপা খাওয়ার আগে না পরে খেতে হয়?

নাপা সিরাপ বা ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হয়।

নাপা শিশুদের খাওয়ানো যাবে কিনা?

নাপা সিরাপ শিশুদের খাওয়ানো যায়। তবে যদি ট্যাবলেট খাওয়াতে চান তাহলে, অবশ্যই তার বয়স ১২ বছরের ঊর্ধ্বে হতে হবে।

নাপা প্রতিদিন কয়বার খেতে হবে?

নাপা সিরাপ বা ট্যাবলেট প্রতিদিন ৩ থেকে ৪ খেতে হবে। প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

নাপা ঔষুধ বেশি খেলে কি হয়?

নাপা ঔষুধ বেশি দিন খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়বে।

খালি পেটে Napa খেলে কি হয়?

খালি পেটে Napa খাওয়া যাবে না। খালি পেটে Napa খেলে মারাত্মক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

নাপা সিরাপ কোন কোম্পানির ঔষধ?

নাপা সিরাপ ও ট্যাবলেট হল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ঔষুধ।

নাপা ট্যাবলেট ৫০০ মি.গ্রা. এর দাম কত?

Napa 500 mg ট্যাবলেট এর দাম প্রতি পিস ১.২০ টাকা।

নাপা সিরাপ এর দাম কত?

প্রতিটি ৬০ মিলিগ্রাম Napa সিরাপ এর দাম হল ৩৫ টাকা মাত্র। প্রতিটি ১০০ মিলিগ্রাম নাপা সিরাপ এর দাম হল ৫০ টাকা মাত্র।

নাপা খেলে কি ঘুম হয়?

নাপা সিরাপ বা ট্যাবলেট কোনটাই খেলে ঘুম হয় না।

নাপা খেলে কি ওজন কমে যায়?

নাপা সিরাপ বা ট্যাবলেট খেলে ওজন কমে না।

নাপা সিরাপ খোলার পর কতদিন খাওয়া যায়?

তরল ওষুধের মুখ খোলার পর সাধারণত ৪ সপ্তাহ ভাল থাকে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে সেটা কম বেশি হতে পারে। তাই বলা যায় নাপা সিরাপ খোলার পর সাধারণত চার সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়।

Napa সম্পর্কে?

  • Dosage Form: Tablet/ Syrup
  • Generic: Paracetamo
  • Strength: 500 mg
  • Syrup Price: 60 ml bottle: ৳ 35.00 and 100 ml bottle: ৳ 50.00
  • Unit price: ৳ 1.20.00
  • Box price: ৳ 612.00
  • Pharma: Beximco Pharmaceuticals Ltd

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment