napadol এর কাজ কি | napadol খাওয়ার নিয়ম

নাপাডল ট্যাবলেট মাঝারী থেকে তীব্র ব্যথার জন্য নির্দেশিত, যেমনঃ অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, মাঝারি থেকে তীব্র মেরুদন্ডের ব্যথা, অস্টিও আর্থ্রােইটিকের ব্যথা, দাঁতের ব্যথা ও মাংসপেশীর ব্যথা ইত্যাদি রোগের জন্য ব্যবহার করা হয়।napadol এর কাজ কিনাপাডল ট্যাবলেট খাবার খাওয়ার পরে সেবন করতে হয়। তবে ভাল ফলাফল পেতে এই ট্যাবলেট প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে পারেন।

napadol এর কাজ কি?

নাপাডল ট্যাবলেট হল বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এই ট্যাবলেটের জেনেরিক বা গ্রুপ নাম হল প্যারাসিটামল + ট্রামাডল হাইড্রোক্লোরাইড।

NapaDol ট্যাবলেট সকল প্রকার ব্যথা দূর করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। নাপাডল ট্যাবলেট নিম্নে উল্লেখিত ব্যথা দূর করে থাকেঃ

  • অপারেশনের পরবর্তী ব্যথা দূর করতে।
  • মাঝারি থেকে তীব্র যেকোন ব্যথা দূর করে থাকে।
  • যেকোন আঘাত প্রাপ্ত ব্যথা দূর করতে।

নাপাডল ট্যাবলেট খাওয়ার নিয়ম | napadol খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করতে পারবেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ১ থেকে ২টি করে ট্যাবলেট ৪ থেকে ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে।

আর এই ওষুধ শুধুমাত্র স্বল্পকালীন ব্যথার জন্য ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী ব্যথার জন্য এই ট্যাবলেট খাওয়া যাবে না। আপনার যেকোন ব্যথার স্থায়িত্ব যদি ৫ দিন কিংবা তার কম হয়।

তাহলে আপনি নাপাডল ট্যাবলেটটি সেবন করতে পারেন। ইহা শুধু প্রাপ্তবয়স্কদের ঔষধ। ভুলেও শিশুদের কখনো খাওয়ানো যাবে না।

নাপাডল ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?

নাপাডল ট্যাবলেট সেবন করলে অনেকগুলো নিচেপার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আসলে সবার ক্ষেত্রে একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।

কারও কারও ক্ষেত্রে নিম্নোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারেঃ

  • ঝিমুনি ভাব হতে পারে
  • মাথাব্যথা হতে পারে
  • কাপুনি ভাব হতে পারে
  • পেটব্যাথা দেখা দিতে পারে
  • এসথেনিয়া হতে পারে
  • অবসন্নতা দেখা দিতে পারে
  • হটফ্লাস হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে
  • মুখগহ্বরের শুষ্কতা দেখা দিতে পারে
  • বমি হতে পারে
  • র‍্যাশ দেখা দিতে পারে
  • অতিরিক্ত ঘাম হতে পারে
  • ইউফোরিয়া
  • নির্ঘুমতা দেখা দিতে পারে
  • সোমনোলেন্স
  • এনোরেক্সিয়া
  • উৎকন্ঠা হতে পারে
  • দ্বিধা হতে পারে
  • বিচলতা দেখা দিতে পারে
  • পুরাইটাস
  • ডায়রিয়া হতে পারে
  • পেট ফাঁপা দেখা দিতে পারে

NapaDol ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?

NapaDol প্রতিদিন সর্বোচ্চ ৮টি ট্যাবলেট খাওয়া যাবে।

নাপাডল ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস নাপাডল ট্যাবলেট এর দাম হল ৮.০০ টাকা।

নাপাডল ট্যাবলেট কিসের ঔষধ?

নাপাডল ট্যাবলেট হল ব্যাথার ঔষধ।

NapaDol ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

নাপাডল ট্যাবলেট গর্ভাবস্থায় না খাওয়ায় উচিত। তবে খুব বেশি মাত্রায় ব্যাথা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ট্যাবলেট খাওয়া যেতে পারে।

স্তনদানকালীন মায়েদের নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েদের নাপাডল ট্যাবলেট খাওয়া যাবে না।

নাপাডল ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

নাপাডল ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।

নাপাডল ট্যাবলেট খাওয়ার আগে না পরে?

নাপাডল ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যেকোন সময় সেবন করা যায়।

NapaDol Tablet সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: প্যারাসিটামল + ট্রামাডল হাইড্রোক্লোরাইড ৩২৫ মি.গ্রা.+৩৭.৫ মি.গ্রা.
  • Strength: 362.5 mg
  • Unit price: ৳ 8.00
  • Box price: ৳ 384.00
  • Pharma: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Leave a Comment