রেংজিট ট্যাবলেট হল বিষণ্নতার ঔষুধ। ইহা উদাসীনতা, মানসিক উদ্বেগ, অধিরতা, সন্দেহ, নিরানন্দ ও হতাশা ইত্যাদি রোগের ঔষুধ।রেংজিট ট্যাবলেট মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সঙ্গে হস্তক্ষেপ করে ও সিজোফ্রেনিয়া চিহ্নগুলোর জন্য দায়ী রাসায়নিক ভারসাম্যকে সংশোধন করে থাকে।
রেংজিট ট্যাবলেট এর কাজ কি?
রেংজিট ট্যাবলেট হল রেনেটা লিমিটেড কোম্পানির একটি ওষুধ। এই ওষুধের গ্রুপ নাম হল Flupentixol এবং Melitracen। রেংজিট ট্যাবলেট সেবন করলে নিচের উল্লেখিত রোগের বিরুদ্ধে কাজ করেঃ
- মানসিক উদ্বেগ
- মানসিক উৎকণ্ঠা
- তীব্র মানসিক চাপ
- দুশ্চিন্তা
- হতাশা বা ডিপ্রেশন
- মানসিক বিষন্নতা
- অস্থিরতা
রেংজিট ট্যাবলেট খাওয়ার নিয়ম?
Renxit ট্যাবলেট হালকা সমস্যায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুপুরে ১টি করে ট্যাবলেট সেবন করবেন। তবে সমস্যা যদি তীব্রতর হয়, তাহলে প্রতিদিন সকালে ও রাতে ১টি করে ট্যাবলেট সেবন করবেন।
রেংজিট ট্যাবলেট অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে। মৃগী রোগী, যকৃতের অকার্যকরিতা ও রক্তে অসংবেদনশীলতা এমন রোগীরা রেংজিট ট্যাবলেট সেবন করার সময় অবশ্যই সতর্ক থাকবেন।
১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ধরনের ওষুধ সেবন করবেন। নতুবা বড় ধরনের বিপদে সম্মুখীন হতে পারেন।
রেংজিট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া?
রেংজিট ট্যাবলেট নির্দেশিত মাত্রায় সেবন করলে খুব কম পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে কখনো কখনো নিচের উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ দেখা যায়ঃ
- অস্থিরতা
- আত্মহত্যার প্রবণতা
- অনিদ্রা
রেংজিট ট্যাবলেট কিসের ঔষুধ?
Renxit ট্যাবলেট হল ডিপ্রেশনের ঔষুধ।
Renxit ট্যাবলেট এর দাম কত?
Renxit ১টি ট্যাবলেট এর দাম ৫ টাকা মাত্র।
Renxit ট্যাবলেট খেলে কি ওজন কমে?
রেংজিট ট্যাবলেট খেলে ওজন কমে না।
রেংজিট ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
Renxit ট্যাবলেট খেলে ঘুম হতে পারে।
স্তনদানকালীন মায়েদের Renxit ট্যাবলেট খাওয়া যাবে কিনা?
স্তনদানকালীন মায়েদের রেংজিট ট্যাবলেট খাওয়া যাবে না।
রেংজিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?
Renxit ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়ানো যাবে না।
Renxit ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?
Renxit ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে না।
Renxit ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
রেংজিট ট্যাবলেট প্রতিদিন ১ থেকে ২টি খেতে হবে।
Renxit ট্যাবলেট খেলে কি মোটা হয়?
রেংজিট ট্যাবলেট খেলে মানুষ মোটা হয় না।
Renxit ট্যাবলেট খাওয়ার আগে না পরে?
Renxit ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খেতে হয়।
Renxit Tablet সম্পর্কে?
- Dosage Form: ট্যাবলেট
- Generic: ফ্লুপেনটিক্সল + মেলিট্রাসিন
- ০.৫ মি.গ্রা.+.১০ মি.গ্রা.
- Strength: 10 mg
- Unit price: ৳5.00
- Box price: ৳50.00
- Pharma: রেনেটা লিমিটেড
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।