ত্বকের অ্যালার্জি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আমাদের ইমিউন সিস্টেম কিছু ক্ষতিকারক পদার্থের প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং সেগুলোকে অ্যালার্জেন হিসেবে চিহ্নিত করে থাকে।ত্বক একটি প্রতিক্রিয়া অনুভব করে যখন ইহা একটি নির্দিষ্ট পদার্থের সংস্পর্শে আসে যার থেকেই এটি অ্যালার্জি হয়। এক্সপোজার সরাসরি যোগাযোগ, ইনজেশন, ইনহেলেশন অথবা ইনজেকশনের মাধ্যমে হতে পারে।
চিকিৎসাগতভাবে সব ধরনের ত্বকের অ্যালার্জিকে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বলা হয়। যা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে প্রকাশিত হয় তাকে টাইপ ১ অতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া বলে এবং বিলম্বিত সূচনাকে টাইপ ৪ অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বলা হয়।
স্কিন এলার্জি কত ধরনের ও কি কি ?
বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জি রয়েছে। তাদের মধ্যে কয়েকটি হলঃ
- অ্যালার্জিক ডার্মাটাইটিস
- ছত্রাক বা আমবাত
- এটোপিক ডার্মাটাইটিস
স্কিন এলার্জি কেন হয়?
রোগীভেদে বিভিন্ন কারণে আমাদের এলার্জি হতে পারে। কারও কারও খাবারে এলার্জি হতে পারে, আবার কারো কারো ধুলোবালিতে এলার্জি হতে পারে ও কারও ক্ষেত্রে ঠান্ডায় এলার্জি হতে পারে। তবে স্কিন এলার্জির মূল কারণ হচ্ছে খাবার।
আপনি খাদ্য নিয়ন্ত্রণ করতে পারলে স্কিন এলার্জি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। এছাড়াও নিম্নে উল্লেখিত কারণে আপনার এলার্জি হতে পারেঃ
- সিনথেটিক কাপড় পরিধান করা হলে
- পোকামাকড় যদি কামড় দেয়
- প্রসাধনী বিভিন্ন ধরনের সাবান, পারফিউম, লোশন, ক্রিম ও মেকআপ ব্যবহার করলে।
- ফুলের রেনুর সংস্পর্শ লাগলে
- পালিত পশু পাখির বর্জ্য লালা ও লোমের কারণে
- পরিবারের কারও যদি এলার্জি থাকে
- অতিরিক্ত গরম অথবা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে
স্কিন এলার্জির লক্ষণ?
চুলকানি হওয়া
চোখ লাল হওয়া
ত্বকে লালচে দানা ওঠা
স্কিন এলার্জি ঔষধের নাম | স্কিন এলার্জি ঔষধ বাংলাদেশ | স্কিন এলার্জি ঔষধ নাম
Antioxidant Tablet
Fexofenadine Tablet
Alegra Allergy Tablet
রক্সিজিন ২৫ ট্যাবলেট
Fexo 120 Tablet
Telfast Tablet
Cetirizine Tablet
Telfast Tablet
Deslor Tablet
স্কিন এলার্জি ক্রিম | স্কিন এলার্জি ক্রিম নাম
Fungidal-HC Cream
Bet Cl Ointment (আপনার মুখে এলার্জি হলে)
Ezex Cream
Tozent Cream
Permin Cream
এলার্জির সবচেয়ে ভালো ঔষধ কোনটি?
রক্তে এলার্জি সবচেয়ে ভাল ওষুধ হচ্ছে Fenadin 180 mg ট্যাবলেট।
এলার্জি হলে কি কি ধরনের খাওয়া নিষেধ?
এলার্জি হলে সাধারণত দুধ, ডিম, বাদাম, মাছ, গমের খাবার ও মাংস খাওয়া নিষেধ। তবে বিশেষ করে গরুর মাংস এবং ইলিশ মাছ।
কোন কোন খাবারে এলার্জি আছে?
গরুর দুধ, চিনাবাদাম, ডিম, শেলফিশ, সয়া, গম, চাল, মাছ, গাছ বাদাম এবং ফল এর দ্বারা খাদ্যে এলার্জি হতে পারে।
এলার্জি মুক্ত খাবার তালিকা?
- শসা
- গাজর
- কলা
- কাঠ বাদামের তেল
- কমলা
- আদা
- আদা চা
- গ্রিন টি
এই খাবারগুলো খেলে আপনার এলার্জি ধীরে ধীরে কমে যাবে। এগুলো হল এলার্জি প্রতিরোধক খাবার।
মুরগির মাংসে কি এলার্জি আছে?
হ্যাঁ, মুরগির মাংসে এলার্জি রয়েছে।
এলার্জি কি ছোঁয়াচে রোগ?
এলার্জি আসলে ছোঁয়াচে রোগ নয়।
এলার্জি হলে কি কি ধরনের সমস্যা হয়?
এলার্জি হলে সাধারণত রাশ, শ্বাসকষ্ট, পেট ব্যাথা, পেটে যন্ত্রণা, বমি, পায়খানা ও চুলকানি ইত্যাদি সমস্যা হতে পারে।
স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়?
স্কিন এলার্জি থেকে মুক্তির বিভিন্ন ধরনের অনেকগুলো উপায় রয়েছে। নিচে কিছু টিপস শেয়ার করা হল যেগুলো মেনে চললে ইনশাআল্লাহ আপনি এলার্জি থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেনঃ
এলার্জিযুক্ত খাবার পরিহার করা
স্কিন এলার্জি থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই এলার্জিযুক্ত খাবার পরিহার করতে হবে। সর্বদাই আপনাকে এলার্জি মুক্ত খাবারসমূগ গ্রহণ করতে হবে। নিচে আমরা এলার্জিযুক্ত খাবার এবং এলার্জিমুক্ত খাবার সম্পর্কে বিস্তারিত বলেছি।
প্রসাধনী ব্যবহারে সতর্ক হওয়া
ভুলভাল প্রসাধনী ব্যবহার করার ফলে আপনার সংবেদনশীল ত্বকে এলার্জি সমস্যা দেখা দিতে পারে। আর তাই আপনাকে প্রসাধনী ব্যবহার করার পূর্বে খুব বেশি সতর্ক হতে হবে ও ভালভাবে জানতে হবে উক্ত প্রসাধনীতে কোন ধরনের রাসায়নিক ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা যা আপনার ত্বকের জন্য খুবই সংবেদনশীল হতে পারে।
উপযুক্ত চিকিৎসা নেওয়া
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ত্বকের এলার্জির রোধে বিভিন্ন ধরনের ঔষধ খেতে পারেন অথবা ক্রিম আপনি লাগাতে পারেন।
কারণ সম্পর্কে সচেতন হওয়া
স্কিন এলার্জি থেকে মুক্তি পেতে হলে আপনাকে ভালভাবে অবহিত হতে হবে যে স্কিন এলার্জি আসলে কেন হয় সে সম্পর্কে। উপরে আমরা ত্বকে এলার্জি হওয়ার কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেগুলো ভালোভাবে জেনে নিন ও মনে রাখুন।
আশা করি উপরের টিপস গুলো যদি অনুসরণ করেন। তাহলে আল্লাহর অশেষ রহমতে স্কিন এলার্জির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন।