টোফেন বাংলাদেশের একটি বহুল প্রচলিত সিরাপ। tofen syrup হল এমন একটি সুলভ ঔষুধ। যা হাঁপানি, সর্দি, কাশি, অ্যালার্জি ও চোখ ওঠা (কনজাংটিভাইটিস) ইত্যাদি নানা ধরনের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
tofen syrup এর কাজ কি?
টোফেন হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি সিরাপ। এই সিরাপের গ্রুপ বা জেনেরিক নাম হল কিটোটিফেন ফিউমারেট।কোন কোন রোগ বা সমস্যার ক্ষেত্রে টোফেন সিরাপ খেতে পারেন তা নিচে উল্লেখ করা হলঃ
- কাশি
- বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা
- চুলকানী
- ব্যথা
- স্পর্শ অসহিষ্ণুতা
- সর্দি
- স্বাসকষ্ট
- শিশুদের হাপানি
- অ্যালার্জি ইত্যদি।
টোফেন সিরাপ খাওয়ার নিয়ম | বাচ্চাদের টোফেন সিরাপ খাওয়ার নিয়ম
পূর্ণবয়স্ক
সাধারণভাবে ১ মি.গ্রা. করে দিনে দুই বার খাবারের পর সেবন করবেন। বিশেষ ক্ষেত্রে এক সাথে দুই মি.গ্রা, দিনে দুই বার সেবন করা যাবে।
৩ বছরের অধিক বয়স্ক শিশুদের ক্ষেত্রে
১ মি.গ্রা. করে দিনে দুই বার আহারের সাথে এ সিরাপ সেবন করবেন। খুব বেশী ঘুম পেলে চিকিৎসা শুরুর ১ম কয়েক দিন রাতের বেলা খাবারের সাথে ০.৫ থেকে ১ মি.গ্রা. টোফেন সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
বার্ধক্য
পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সিরাপ সেবন করবেন।
টোফেন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া?
চিকিৎসা শুরুর ১ম কয়েক দিন তন্দ্রাচ্ছন্নতা ও বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা, সামান্য মাথা ঘােরা ভাব হতে পারে। ওষুধ ব্যবহারের কিছুদিন পরে এ পার্শ্ব প্রতিক্রিয়া আর থাকে না।
টোফেন সিরাপ খাওয়ার আগে না পরে খেতে হয়?
টোফেন সিরাপ খাওয়ার পরে ভরা পেটে সেবন করতে হয়।
টোফেন সিরাপ প্রতিদিন কয়বার খেতে হবে?
টোফেন সিরাপ প্রতিদিন ১ থেকে ২ বার খেতে হবে। প্রয়োজনে ১ জন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
খালি পেটে টোফেন সিরাপ খেলে কি হয়?
খালি পেটে টোফেন সিরাপ খাওয়া যাবে না। এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে।
টোফেন সিরাপ এর দাম কত?
প্রতিটি ১০০ মিলিগ্রাম টোফেন সিরাপ এর দাম হল ৭৫ টাকা।
টোফেন সিরাপ খেলে কি ঘুম হয়?
টোফেন সিরাপ খেলে ঘুম হয়।
টোফেন সিরাপ খেলে কি ওজন কমে যায়?
টোফেন সিরাপ খেলে ওজন কমে না।
tofen syrup সম্পর্কে?
- Dosage Form: সিরাপ
- Generic: কিটোটিফেন ফিউমারেট
- Strength: 1 mg 5 ml
- Price: 100 ml ৳ 75
- Pharma: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।