ultrafen 50 এর কাজ কি | আল্ট্রাফেন ৫০ কিসের ওষুধ

আল্ট্রাফেন ৫০ হল একটি নন স্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরী ঔষুধ। যা বেদনানাশক, জ্বর এবং প্রদাহরোধী হিসেবে ব্যবহার করা হয়।

ultrafen 50 এর কাজ কি?

আল্ট্রাফেন ৫০ এর মুল উপাদান ডাইক্লোফেনাক সাইক্লোঅক্সিজিনেজ বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্ল্যানডিনের সংশ্লেষন বন্ধ করে দেয়।ultrafen 50 এর কাজ কিযার ফলে ইহা প্রদাহ ও জ্বর রোধী ও বেদনা নাশক হিসেবে কাজ করে। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি এই ট্যাবলেটটি বাজারজাতকরণ করে থাকে।

আল্ট্রাফেন ৫০ ট্যাবলেট এর জেনেরিক বা গ্রুপ নাম হল ডাইক্লোফেনাক সোডিয়াম। নিচে আল্ট্রাফেন ৫০ এর কাজ দেওয়া হলঃ

  • অস্থিসন্ধির ব্যথা
  • মেরুদন্ডের ব্যথা
  • বাতের ব্যথা
  • অস্ত্রোপচার পরবর্তী ব্যথা
  • পেশী ও অস্থিসন্ধির যেকোন ব্যথায়
  • আল্ট্রাফেন জেল টেন্ডন
  • লিগামেন্ট,
  • মাংসপেশী এবং
  • অস্থিসন্ধির ব্যথায় চামড়ার উপরিভাগে ব্যবহার করা হয়।

Ultrafen 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া?

  • পরিপাকতন্ত্রে ব্যথা
  • বমি বমি ভাব
  • মাথা ব্যথা এবং
  • ডায়রিয়া ইত্যাদি হতে পারে।

গর্ভাবস্থায় Ultrafen খাওয়া যাবে কিনা?

গর্ভাবস্থায় আল্ট্রাফেন ৫০ মি.গ্রা. সেবন করা উচিত নয়। তবে গর্ভকালীন ধাপ D। আল্ট্রাফেন ৫০ এর উপাদান ডাইক্লোফেনাক মাতৃদুগ্ধে সামান্য পরিমাণে নিঃসরিত হয়। কিন্ত এজন্য শিশুর কোন ক্ষতি হয় না।

Ultrafen 50 mg সম্পর্কে?

  • Dosage Form: ট্যাবলেট
  • Generic: ডাইক্লোফেনাক সোডিয়াম
  • Strength: 500 mg
  • Unit price: ৳ 0.83.00
  • Box price: ৳ 166.00
  • Pharma: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment