ছুলি হল একটি চর্মরোগ। বিভিন্ন অঞ্চলে ছুলিকে বিভিন্ন নামে ডাকা হয়। ইহা সাধারণত আমাদের ত্বকে হয়ে থাকে। অঞ্চলেভেদে ছুলিকে কেউ কেউ ছলম, ছইদ, ছৌদ ও কদম ইত্যাদি নামে ডাকে।আজকের এই আর্টিকেলে ছুলি কি, ছুলি কেন হয়, ছুলি রোগের লক্ষণ, ছুলি ছবি, ছুলি থেকে মুক্তির উপায়, ছুলি দূর করার ঔষধ, ছুলি দূর করার সাবান? ছুলি দূর করার শ্যাম্পু, ছুলি দূর করার ক্রিম ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ছুলি কি?
ছুলি বা আমবাত ইংরেজি হল আর্টিকারিয়া। যা ল্যাটিন শব্দ আর্টিকা হতে এসেছে। যা অর্থ করলে দাঁড়ায় পুড়ে যাওয়া।
ছুলি কেন হয়?
আমাদের ত্বকে মেলানিনের পরিমাণ বৃদ্ধি পেলে ছুলি সমস্যাটি হয়। ইহা ছত্রাকজনিত একটি চর্মরোগ। এই রোগের চিকিৎসা নিলে খুব সহজে মুক্তি মেলে। নিম্নে উল্লেখিত কিছু কারণে এই চর্মরোগটা আপনার হতে পারেঃ
- বহু দিন থেকে অ্যান্টি-বায়োটিক খেলে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে
- তরুণ বয়সে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি
- গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে
- স্টেরয়েড জাতীয় ট্যাবলেট খেলে
- অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকলে
- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে
- প্রচুর পরিমাণে শরীর ঘামলে
- তৈলাক্ত ত্বক হলে
ছুলি রোগের লক্ষণ?
ছুলি সাধারণত ঘাড়ে বা পিঠে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। ইহা বৃত্তের মতো আকার ধারণ করে ছড়িয়ে পড়ে। এসময় বাদামি এক ধরনের আস্তরণ পড়ে।
যার কারণে গোসল করলে প্রচুর ময়লা পাওয়া যায়। ছোট্ট ছোট্ট ছোপ ছোপ দাগ দেখা যায়। চুলকানি এবং জ্বালা পোড়া ভাব লক্ষ করা যায়। মুখে, ঘাড়ে, বুকে ও পিঠে সবচেয়ে বেশি ছুলি দেখা যায়।
ছুলি দূর করার ক্রিম?
এই চর্মরোগটি হলে আপনার শরীরের জ্বালা কিংবা চুলকানি হতে পারে। যার কারণে আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়। ছুলি সাধারণত আমাদের শরীরের মুখে, হাতে, কাঁধে এবং পিঠে সবচেয়ে বেশি দেখা যায়।
এই চর্ম রোগের সংক্রমণ গ্রীষ্মকালের গরম আবহাওয়ায় এবং বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায়।
ছুলি দূর করার ঔষধ?
- Ketoral Tablet
- Flucanazole 150mg Tablet
ছুলি দূর করার শ্যাম্পু নাম | ছুলি দূর করার শ্যাম্পু
- Select Plus Shampoo
- Dancel Shampoo
ছুলি দূর করার ক্রিম?
- Remus Ointment
- Ketoral Cream
- Selenium Sulfide Lotion
- Ketoconazole 1%/2% Cream
- Sulderm Cream
- Conasyd Cream
- Ramy Chuly Cure Cream 50 gm
ছুলি দূর করার সাবান?
- Ketoscalp Soap
- ZODAR Soap
ছুলি কি ছোঁয়াচে রোগ?
ছুলি হল ছোঁয়াচে চর্মরোগ।
ছুলি কি ছত্রাক সংক্রমণে হয়?
ছুলি ছত্রাকের সংক্রমণে কারণে হয়।
ছুলি কোথায় কোথায় হয়?
মানবদেহের বিভিন্ন জায়গায় ছুলি রোগটি হয়ে থাকে। বিশেষ করে মুখ, ঘাড়, বুক এবং পিঠে বেশি দেখা যায়।
ছুলি কি কারণে হয়?
বিশেষজ্ঞ চিকিৎসক গণ উত্তপ্ত, আর্দ্র আবহাওয়া, তৈলাক্ত ত্বক, হরমোনের পরিবর্তনকেই ছুলির কারণ হিসেবে দায়ী করেছেন।
ছুলি কি ভালো হয়?
সঠিক চিকিৎসায় ছুলি রোগ ভাল হয়।
ছুলি থেকে মুক্তির উপায়?
ছুলি থেকে মুক্তির কিছু ঔষুধ এবং ক্রিম রয়েছে। তবে আপনি চাইলে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিচে এর কিছু প্রাকৃতিক উপায় উল্লেখ করা হলঃ
লেবুর রস
লেবুর রসে রয়েছে এমন একটি ব্লিচ জাতীয় উপাদান। যা ত্বকের রং হালকা করে। ছুলি আক্রান্ত স্থানে লেবুর রস লাগিয়ে পনেরো থেকে কুঁড়ি মিনিট রেখে দিন। নিয়মিত কিছু দিন ইহা ব্যবহার করলে আপনার স্কিনের ছুলি সেরে যাবে।
লেবু ও চিনি
ছুলি চিকিৎসায় লেবু এবং চিনির কার্যকারিতা অনেক। ইহা ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে ১টি লেবু কেটে ২ ভাগ করে নিতে হবে।
এরপর সেই কাটা অংশে আধা চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিন। এরপর ছুলি আক্রান্ত স্থানে দশ মিনিট মালিশ করে ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে এই চর্ম রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
খাঁটি নারকেল তেল
নিয়মিত ছুলি আক্রান্ত স্থানে খাঁটি নারকেল তেল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায়। রাতে ঘুমানোর পূর্বে খাঁটি নারকেল তেল লাগিয়ে ঘুমাতে পারেন। এই তেল যত বেশি সময় লাগিয়ে রাখা যাবে, তত বেশি ভাল ফলাফল পাওয়া যায়।
টমেটোর রস
পাকা টমেটো কেটে ছুলি আক্রান্ত স্থানে সেই টমেটো লাগিয়ে মালিশ করতে পারেন। টমেটো চর্মরোগের জন্য অনেক বেশি কার্যকর।
এভাবে টমেটোর রস নিয়মিত পনেরো থেকে বিশ মিনিট মালিশ করলে ভাল ফলাফল পাবেন। টমেটোর রস মালিশ করার পর সাবান দিয়ে ধুয়ে ফেলবেন।
এলোভেরা
ত্বকের নানান ধরনের সমস্যায় এলোভেরার কোন বিকল্প নেই। প্রাচীনকাল থেকে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যায় এলোভেরা ব্যবহার হয়ে আসছে।
প্রতিদিন ছুলি আক্রান্ত স্থানে এলোভেরা জেল বের করে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন। এজন্য আপনি বাজার থেকে সতেজ এলোভেরা পাতা কিনবেন।
টক দই
টক দই মধ্যে রয়েছে ল্যাকটিক এসিড নামক একটি উপাদা। যা ছুলি দূর করতে খুবই কার্যকর। চামচের মধ্যে অল্প পরিমাণ টক দই নিয়ে কটন বাট দিয়ে ছুলি আক্রান্ত স্থানে মালিশ করতে পারেন।
প্রতিদিন ৩ থেকে ৪ বার আপনাকে এ কাজটি করতে হবে প্রতিদিন। মালিশ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কটন বাট দিয়ে লাগিয়ে রাখলে হবে। বারবার মালিশ করার প্রয়োজন নেই।
পেঁয়াজ
পেঁয়াজে মধ্যে রয়েছে এক্সফলিয়েটিভ নামক একটি কার্যকরী উপাদান। যা ছুলি দূর করতে সাহায্য করে থাকে। প্রতিদিন ২ থেকে ৩ বার পেঁয়াজের কাটা অংশ লাগিয়ে মালিশ করতে পারেন।
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।