আঁচিল দূর করার ক্রিম | আঁচিল কেন হয়

আঁচিল হল একটি ভাইরাসজনিত রোগ। এ রোগে ছেলে এবং মেয়ে উভয় আক্রান্ত হতে পারে। যেকোন বয়সের মানুষের আঁচিল হওয়ার সম্ভাবনা রয়েছে।আঁচিল দূর করার ক্রিমআমাদের শরীরের যেকোন অংশে আঁচিল হতে পারে। আঁচিল সাধারণত ছোট দানা থেকে বড় আকার ধারণ করতে পারে।

আঁচিল এর ইংরেজি কি?

আঁচিল এর ইংরেজি হল (warts)।

আঁচিল কি?

আঁচিল হল (এইচপিভি) হিউম্যান প‍্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে হওয়া ত্বকের একটি সাধারণ রোগ। মেডিকেলের ভাষায় আঁচিল কে ‘ভাইরাল ওয়ার্ট’ বলে। ইহা একটি সংক্রামক রোগ।

যার কারণে মানুষের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়াতে পারে। এমনকি ১ জনের থেকে অন্যজনের মধ্যেও ছড়াতে পারে।

আঁচিল কেন হয়?

আঁচিল ভাইরাসের সংক্রমণের কারণে হয়। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীরে আঁচিল হওয়ার সম্ভাবনা বেশি। তবে হিউম্যান প্যাপিলোমা নামক ভাইরাসের কারণে আঁচিল।

আঁচিল চেনার উপায়?

  • আঁচিল হলে শুরুতে আপনার ত্বকের ছোট্ট ছোট্ট ফুসকুড়ির মত দেখা যায়।
  • ধীরে ধীরে ইহা অমসৃণ, শক্ত এবং বড় হতে শুরু করে।
  • আঁচিল হলে কোন ধরনের ব্যথা অনুভূত হয় না।
  • কারো কারো ক্ষেত্রে এটি কাল আকৃতির গোটা ধারণ করতে পারে।
  • আঁচিল হলে কোন ধরনের চুলকানি হয় না।
  • তবে কারও বিশেষ জায়গায় আঁচিল হলে সেখানে চুলকানি হতে পারে। একটি সাধারণত চামড়ার রঙের মতো আঁচিল হয়।

আঁচিলের এলোপ্যাথিক চিকিৎসা | আঁচিল দূর করার ঔষুধ

  • D Flim Solution
  • Salitic Acid

আঁচিল দূর করার হোমিও ঔষধ?

  • CAUSTICUM 200
  • THUJA OCC. 1 M
  • ACID NIT. 200

আঁচিল দূর করার ক্রিম?

আঁচিল দূর করার ক্রিমের নাম হল (Elhoe Wart Remover Cream)।

আঁচিল কি ক্যান্সারের লক্ষণ?

হ্যাঁ, আঁচিল ক্যান্সারের লক্ষণ হতে পারে।

আঁচিল কি বিপজ্জনক?

বিভিন্ন ধরনের আঁচিল রয়েছে। আঁচিল কখনো কখনো আপনার ক্যান্সারের কারণ হতে পারে। আর তাই কখনো কখনো আঁচিল মানব শরীরের জন্য বিপদজনক হতে পারে।

আঁচিল কি ছোঁয়াচে রোগ?

হ্যাঁ, আঁচিল হল একটি ছোঁয়াচে রোগ। ইহা নিজে নিজেকেই সংক্রমিত করতে পারে। পাশাপাশি অন্য যে কাউকে সংক্রামিত করতে পারে।

আঁচিল কত প্রকার?

আমাদের মানবদেহে ১০ ধরনের আঁচিল দেখা যায়।

আঁচিল কি ভাল হয়?

হ্যাঁ, আঁচিল ভাল হয়। ক্রিম ও ওষুধ ব্যবহার করার করার পাশাপাশি কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে আঁচিল ভাল হয়।

আঁচিল কি চুলকায়?

আঁচিল হলে চুলকায় না। তবে কারও বিশেষ জায়গায় আঁচিল হলে চুলকাতে পারে।

মেডিকেল এর ভাষায় আঁচিলকে কি কি নামে ডাকা হয়?

মেডিকেল এর ভাষায় আঁচিলকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমনঃ (cutaneous papilloma, acrochordon, fibroepithelial polyp ও soft fibroma) ইত্যাদি।

আঁচিল দূর করার ঘরোয়া উপায়?

শরীর থেকে আঁচিল দূর করার বিশেষজ্ঞদের কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে অনুসরণ করলে আপনি আঁচিল দূর করতে সক্ষম হবেনঃ

কাঁচা গোল আলুর ব্যবহার

প্রাকৃতিকভাবে আঁচিল দূর করার কার্যকরী একটি উপায় হচ্ছে কাঁচা গোল আলুর ব্যবহার। এজন্য প্রথমে ১টি কাঁচা গোল আলু আপনাকে গোল করে কাটতে হবে।

এরপর আঁচিলের উপর সেই কাটা গোল আলুর অংশ বারবার ঘষতে হবে। দেখবেন ধীরে ধীরে আপনার আঁচিল দূর হয়ে গেছে।

অ্যাপল সিডার ভিনেগারের ব্যবহার

নিয়মিত অ্যাপল সিডার ভিনেগার একটা তুলোতে মিশিয়ে সারারাত আঁচিলের ওপর রেখে দিবেন। এভাবে কয়েকদিন লাগিয়ে রাখলে আঁচিল দূর হয়ে যাবে।
অ্যালোভেরার ব্যবহার

নিয়মিত এলোভেরার পাতার সতেজ জেল আঁচিল আক্রান্ত স্থানে লাগালে আঁচিল দূর হয়ে যায়। এজন্য অ্যালোভেরার তাজা পাতা ব্যবহার করতে পারেন।

রসুনের ব্যবহার

সর্বপ্রথম কয়েকটি রসুনের কোয়া ভালভাবে থেঁতলে নিতে হবে। থেতলানো রসুনের অংশ আঁচিলের উপর লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। এরপর আপনাকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এ পদ্ধতি ১ ঘন্টা পর পুনরায় করতে পারেন। এ পদ্ধতিটি কয়েকদিন ব্যবহার করলে উপকার দেখতে পাবেন।

কলার খোসার ব্যবহার

নিয়মিত কলার খোসার ভিতরের অংশ আঁচিলে ২ থেকে ৩ বার ঘষলে আঁচিল দূর হয়ে যাবে। তবে আপনি চাইলে কলার খোসার ভিতরে অংশে পেস্ট বানিয়ে তা সারা রাত আঁচিলে লাগিয়ে রাখতে পারেন।

এরপর সকালে উঠে সেই লাগানো পেস্ট ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে আপনার আঁচিল প্রাকৃতিকভাবেই কিছু দিনের মধ্যে দূর হয়ে যাবে।

সাবধনতা

ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment