কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় | কাটা জায়গায় ইনফেকশন হলে করণীয়

আপনি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় সম্পর্কে জানতে চেয়ে থাকেন তবে আজকের নিবন্ধটি আপনার জন্য। বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের শরীরের যেকোন অঙ্গ কাটা যেতে পারে। এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।কাটা জায়গায় তাড়াতাড়ি শুকানোর উপায়যদি দুর্ভাগ্যবশত আপনার শরীরের কোন অংশ কেটে যায় তবে আপনি কিছু নিয়ম পালন করতে পারেন। এতে আপনার কাটা জায়গাটি দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে আসবে এবং আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন।

একইসাথে যখন আপনার শরীরের কোন অঙ্গ কেটে গিয়েছে তখন আপনার লক্ষ্য রাখা উচিত যাতে আপনার করা কোন ভুলের কারণে তাতে ইনফেকশন না হয়।

কেন কাটা জায়গায় ইনফেকশন হতে পারে বা কিভাবে আপনি কম সময়ে এটি থেকে পরিত্রাণ পাবেন সেসব নিয়ে বিস্তারিত থাকছে এই পর্বে।

কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায়?

নিচে কাটা জায়গা বা ক্ষত স্থান দ্রুত সময়ের মধ্যেই ঘরোয়াভাবে সরিয়ে তোলার কিছু পদ্ধতি উল্লেখ করা হলো। আপনার যদি অনাকাঙ্ক্ষিতভাবে শরীরের কোন অংশ কেটে যায়।

তবে নিচে উল্লেখিত পদ্ধতিগুলো অনুসরণ করবেন। এতে আপনি আপনার ক্ষত স্থানকে সারিয়ে তুলতে পারবেন দ্রুত সময়ের মধ্যে।

১. ক্ষত স্থান সারিয়ে তুলবার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে হলুদ। আর তাই আপনার শরীরের কোন অংশ যদি কেটে যায় তবে দ্রুত রক্ত বন্ধ করার জন্য ক্ষতস্থানে হলুদ লাগিয়ে দিন কিছুটা।

এতে দ্রুত সময়ের মধ্যে রক্ত পড়া বন্ধ হওয়ার সাথে সাথে দ্রুত কাটা স্থানটি শুকিয়ে যাবে। আর তাই যখনই আপনার শরীরের কোন স্থান কেটে যাবে তাতে কিছুটা হলুদ লাগিয়ে দিন।

২. মধু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিষ। এটিকে আপনার কাটা জায়গার ক্ষত সরানোর কাজ ব্যবহার করতে পারেন। প্রথমে আপনার কাঙ্খিত ক্ষত স্থানে কিছুটা মধু লাগিয়ে নিন।

অতঃপর সেটি শুকিয়ে উঠা পর্যন্ত কিছুটা অপেক্ষা করুন। এবার যখন ক্ষত স্থানটি শুকিয়ে আসবে তখন পরিষ্কার জল দিয়ে সেটি ধুয়ে নিতে। পর্যায়ক্রমে করতে পারলে ভালো ফল দেবে।

৩. রসুন কাটা স্থানের ক্ষত সরানোর ক্ষেত্রে ভীষণ উপকারী। এই রেমেডি তৈরির জন্য প্রথমে কয়েক কোষ রসুন নিয়ে নিন। অতঃপর রসুনগুলো ভালো করে ব্লেন্ডার করে নিন।

চাইলে তাতে কিছু মধু মিশিয়ে নিতে পারেন। এটি সবচেয়ে ভালো হয়। অতঃপর মিশ্রণটি লাগিয়ে দিন আক্রান্ত স্থানে। ১০-১৫ মিনিট সময় লাগিয়ে রাখুন এবং এরপর ধুয়ে নিন।

৪. কাটা জায়গা দ্রুত সময়ে শুকানোর জন্য ভিনেগার খুবই কার্যকরী। প্যাকটি বানানো খুবই সহজ। প্যাকটি বানানোর জন্য এক মগ পানিতে এক চামচ ভিনেগার ভালোমত মিশিয়ে নিন।

অতঃপর মিশ্রণটি আপনি আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিন। আপনি চাইলে একটি তুলা ব্যাবহার করার মাধ্যমে মিশ্রণটি ধীরে ধীরে আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিয়ে। এই মিশ্রণটি দ্রুত সময়ে আপনার ক্ষতস্থান শুকিয়ে দিতে সাহায্য করবে।

৫. আসন পাতা খুবই কার্যকরী কাটা জায়গার রক্ত বন্ধ করার জন্য। কিছুটা আসন পাতা চিবিয়ে রস বের করুন। অতঃপর উক্ত রসগুলো লাগিয়ে নিন আপনার ক্ষতস্থানে।

এটি জাদুকরী প্রতিকার হিসেবে কাজ করবে। খুব শীগ্রই রক্ত বন্ধ হওয়ার পাশাপাশি আপনার ক্ষতস্থান সারিয়ে তোলে।

৬. আমাদের তালিকায় সর্বশেষ প্রতিকার হিসেবে রয়েছে এলোবরা জেল। এলোবেরা একটি প্রাকৃতিক গুণসম্পন্ন উদ্ভিদ। এটি আমাদের শরীরে অসংখ্য সমস্যার সমাধান দিয়ে থাকে।

এলোভেরা জেল ক্ষত সরানোর জন্যেও অত্যন্ত উপকারী। কিছুটা এলোভেরা ভালোমত ধিয়ে সেটির জেল কিছুতে সংগ্রহ করে নিন। অতঃপর উক্ত জেল আপনি আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

আপনি যদি হঠাৎ আপনার শরীরের কোন অংশ কেটে যাওয়া নিয়ে ভুগে থাকেন তবে উপরের যেকোন একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। এগুলো অনেক আগে থেকেই কার্যকরী প্রমাণিত হয়ে আসছে।

কাটা জায়গা শুকানোর খাবার?

আপনার শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেটি দ্রুত শুকানোই শ্রেয়। কেননা যতক্ষণ পর্যন্ত না এই ক্ষত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটি নিয়ে বেগ পেতে হবে।

আর তাই যত শীঘ্রই আপনার ক্ষতস্থানটি শুকিয়ে যাবে ততই আপনার জন্য ভালো। ওষুধ খেয়ে কিংবা মলম লাগিয়ে যতটা না শীঘ্রই আপনি আপনার ক্ষতস্থানটি শুকিয়ে নিতে পারবেন।

তার চেয়ে পাশাপাশি খাদ্য তালিকায় কিছু খাবার যুক্ত করেও দ্রুত সময়ের মধ্যে ক্ষতস্থান শুকিয়ে নেওয়া যেতে পারে। নিজে ক্ষতস্থান শুকানোর জন্য খাদ্য তালিকায় যেসব খাবার রাখা উচিত সেগুলো উল্লেখ করা হলোঃ

১. সবজি

আপনার ক্ষতস্থানটি শুকানোর জন্য প্রচুর পরিমাণে সবজি খাদ্য তালিকায় রাখুন। কেননা ভিটামিন ও মিনারেল আপনার কাটা জায়গা শুকানোর কাজে অনেকটাই সাহায্য করবে।

এছাড়াও সবজি থেকে পাওয়া ভিটামিন এ, ভিটামিন সি ও ফাইবার শরীরের ক্ষতস্থানের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করে।

২. মাংস

মাংস এর সাথে ক্ষতস্থান শুকানোর সম্পর্ক রয়েছে। কেননা মাংসের মাঝে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। আর তাই প্রোটিনযুক্ত খবর হিসেবে এটি খেলে আপনার ঘা বা কাটা স্থানের জন্য এটি অতীব উপকারী হবে। এবং ঘা দ্রুত সরিয়ে উঠতে সাহায্য করবে।

৩. ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ

যেসব খাবারে ভিটামিন এ, বি, ই, কে ইত্যাদি এবং অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার রয়েছে সেসব খাবার গ্রহণ করতে পারলে দ্রুত সময়ের মধ্যে আপনি ক্ষত সরিয়ে নিতে পারবেন। আর তাই প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।

৪. আমলকি

অনেকেই ভেবে থাকে আমলকিতে থাকা ভিটামিন সি ঘা পাকার জন্য দায়ী। কিন্তু এমনটি ভাবা ভুল। আমলকিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যেটি ঘা শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে উপকারী। আর তাই কাটা জায়গা শুকাতে আমলকি এবং অন্যান্য টকজাতীয় গ্রহণ করা যায়।

কাটা জায়গা ড্রেসিং করার নিয়ম?

হটাৎ শরীরের কোন স্থান যদি কেটে যায় তবে কোনো চিকিৎসা কিংবা পদ্ধতি পালনের পূর্বে ক্ষতস্থানটি ভালোমতো ড্রেসিং করে নেওয়া লাগবে।

কেননা যদি ঠিকমতো ড্রেসিং করা না হয় তখন সেখানে ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে। তবে ড্রেসিং করার সঠিক নিয়ম রয়েছে। ড্রেসিং করার ক্ষেত্রে ক্ষত স্থানটি ডেটল দিয়ে ভালোমত ধুয়ে নিতে পারেন।

ডেটল যেহেতু আমাদের জীবানু মুক্ত রাখে তেমনি কাটা স্থান ড্রেসিং করার কাজে ডেটল ব্যাবহার করা যেতে পারে। এছাড়াও ড্রেসিং এর কাজে সেভলন অত্যন্ত উপকারী। সেভলন দিয়েও ড্রেসিং করতে পারেন।

কাটা জায়গায় ইনফেকশন হলে করণীয়?

শরীরের কোন অংশ যদি কেটে গিয়ে থাকে তবে সেটি না শুকনো পর্যন্ত ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে। সাধারণত জীবনে জনিত কারণে ইনফেকশন হয়ে থাকে।

আর তাই যদি আপনার শরীরের কোন স্থান কেটে গিয়ে থাকে অবশ্যই সেটিকে জীবন মুক্ত রাখুন। যদি আপনার মনে হয় ইনফেকশন হচ্ছে তবে ক্ষত স্থানটি দ্রুত ড্রেসিং করে নিতে পারেন।

এতে করে জীবানু চলে যায় এবং আপনার ক্ষত স্থানটি ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে না। এছাড়াও আপনার ক্ষত স্থানটি চেষ্টা করুন ব্যান্ডেজ করে রাখতে।

কারণ ব্যান্ডেজ করা না হলে তাতে জীবানু ঢোকার সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। ফলে ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে। আর তাই ক্ষত স্থানটি না শুকনো পর্যন্ত সেটি ব্যান্ডেজ করে রাখুন।

কাটা জায়গা শুকানোর মলম?

কাটা স্থান বা ক্ষত স্থান শুকানোর জন্য অনেকেই মলম ব্যবহারের পরামর্শ দেন। যদি আপনার ক্ষতস্থানটি বড় হয়ে থাকে এবং দীর্ঘদিন অপেক্ষা করার পরও সেটি না শুকিয়ে থাকে তবে মলম ব্যবহার করতে পারেন।

এক্ষেত্রে ভায়োডিন লাগিয়ে দুইবার ধুয়ে ফেলুন আপনার ক্ষত স্থানটি। কিংবা আপনি চাইলে পভিসেভ মলমটিও ব্যবহার করতে পারেন ক্ষত শুকানোর কাজে। এই দুটি মলম দ্রুত সময়ে ক্ষত সরানোর কাজ খুব ভালোভাবে করে থাকে।

Sharing Is Caring:

This website mainly provides information on exercise, fitness, wellness, healthy living, etc. in the Bengali language.

Leave a Comment