মুখের ঘা দূর করার জন্য অ্যান্টিমাইক্রোবিয়্যাল মাউথওয়াশ মুখের ভেতর ধোয়ার জন্য ব্যবহার করা হয়। অ্যানালজেসিক হল ঘায়ের ওপর লাগানোর জন্য একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মলম।যা ব্যবহার করলে ব্যথা ও ফোলা কমে যায়। বাচ্চাদের মুখের ঘা সারানোর জন্য Bongel cream বেশ কার্যকরী।
বাচ্চাদের মুখে ঘা সারানোর জন্য ঘরোয়া উপায় | শিশুর মুখে ঘা হলে করণীয়
- ঘি শিশুর মুখের ঘা সারাতে বিস্ময়কর কাজ করে।
- ভাল ফলাফল পেতে শিশুর মুখের আক্রান্ত স্থানে দিনে অন্তত ৩ বার ঘি ব্যবহার করুন।
- ঘি দ্রুত ক্ষত নিরাময় করে ও ব্যথা কমায়।
- নারকেল ও দুধ দিয়ে গার্গল করলে ব্যথা বা জ্বলুনিভাবে কমবে।
- এছাড়াও ক্ষত স্থানে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে।
- ছয় মাসের কম বয়সী শিশুদের মুখের দূষিত ক্ষতের চিকিৎসায় নারকেল তেল কার্যকরী ভূমিকা রাখে।
- অ্যালোভেরার জেল পানিতে মিশিয়ে শিশুকে কুলি করতে বলুন।
- ভাল ফলাফলের জন্য দিনে ৩ বার ইহা দিয়ে মুখ ধোয়াতে পারেন।
- দই দিয়েও শিশুর মুখের ঘা নিরাময় করা যায়।
- দই এর মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ক্ষত স্থানে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়।
- মধু জীবাণুনাশক হিসেবে কাজ করে।
- এজন্য ১ থেকে ৩ বছর বয়সী শিশুর মুখে ঘা হলে মধু ব্যবহার করাই হল সবচেয়ে নিরাপদ ও কার্যকর দাওয়াই।
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।