বাচ্চাদের মুখে ঘা হলে এ সময় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। যা অভিভাবকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো বাবা মায়েরা বুঝতে পারে না কেন তাদের সন্তানের মুখে ঘা হয়েছে।আজকের এই আর্টিকেলে বাচ্চাদের মুখে ঘা কেন হয়, বাচ্চাদের মুখের ঘা প্রতিরোধে করণীয়, বাচ্চাদের মুখে ঘা এর ঔষুধ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।
বাচ্চাদের মুখে ঘা কেন?
বাচ্চাদের মুখে ঘা নানা কারণে হতে পারে। বাচ্চাদের মুখের ঘা সাধারণত দুই ধরনের হয়। একটি ব্যথাযুক্ত ও অপরটি ব্যথামুক্ত। ব্যথা মুক্ত ঘা হলে আপনি বাচ্চার জিহ্বার উপরে মানচিত্রের মতো সাদা সাদা কিছু দেখতে পাবেন।
এ ধরনের ঘা হলে তেমন কোন ব্যাথা অনুভব হয় না। এ ধরনের ঘা হলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভাল চিকিৎসা না করলে ব্যাথা মুক্ত ঘা খুব সহজে ঠিক হয় না। আরেক ধরনের ঘা রয়েছে যা ব্যথাযুক্ত।
ইহা আপনার মুখের ভিতরে যেকোন স্থানে হতে পারে। এ ধরনের ঘা হলে তীব্র ব্যথা হয়। ইহা মূলত ভাইরাল ইনফেকশনের কারণে হয়। এ ঘা দেখতে সাদা গোলাকার ফুসকুড়ির মতো হয়।
এ ঘা হলে খুব ব্যথা অনুভূত হয়। ফলে বাচ্চারা তেমন খেতে পারে না। এজন্য এ সময় বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এছাড়াও ভিটামিনের অভাবে বাচ্চাদের ঠোঁটে এবং জিহ্বায় ঘা হতে পারে।
বাচ্চাদের মুখের ঘা প্রতিরোধে করণীয়?
- নিয়মিত ব্রাশ দিয়ে মুখের ভিতরে ভালভাবে পরিষ্কার করতে হবে।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ঘন ঘন এন্টিবায়োটিক ওষুধ সেবন করা যাবে না।
- এ সময় প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।
বাচ্চাদের মুখে ঘা এর ঔষুধ?
- Candex Syrup
- Mystat Syrup
- MIcoral oral Gel
- Xinc b syrup
- Micosina Oral Gel
- Bicozin Syrup
সাবধনতা
ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।